প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

মানিকছড়ি উপজেলার সাতটি বাজার থেকে প্রতিবছর বাজারফান্ড ইজারা বাবদ প্রায় কোটি টাকার রাজস্ব আদায় করে। কিন্তু সেই আয়ের অর্থ বাজার উন্নয়নে ব্যয় করা হয় না এমন অভিযোগ উঠলে বাজার কর্তৃপক্ষ বাজার উন্নয়নে ৩৫ লাখ টাকা বরাদ্দে উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিনটহরী বাজারে গিয়ে দেখা গেছে, রাস্তা ও ড্রেনের মধ্যবর্তী কর্দমাক্ত জায়গায় প্লাড সলিং করে ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ করার কাজ চলছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, মানিকছড়ি উপজেলার সাতটি বাজার খাগড়াছড়ি বাজারফান্ডের অধীনে। এসব বাজারে সরকারি টোল/টেক্স আদায়ে ইজারা দেওয়া অর্থ বাজারফান্ডের সরকারি কোষাগারে জমা হয়। সেই আয় থেকে ৩০% অর্থ বাজার উন্নয়নে ব্যয়িত হয়। সে অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সাতটি বাজারে পানি নিষ্কাশনে ড্রেন, রাস্তা ও ড্রেনের মধ্যবর্তী স্থানে সলিং ও প্রয়োজনীয় খাতে উন্নয়নে প্রতি বাজারে ৫ লাখ টাকা হারে মোট ৩৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা তথা উপজেলার সবচেয়ে বড় ও প্রসিদ্ধ কাঁচা বাজার রাজবাজার ও তিনটহরী বাজারে উন্নয়নকাজ শুরু হয়েছে।
এ সময় ব্যবসায়ী মো. শাহ আলম খাঁ বলেন, এই তিনটহরী বাজারটি এই অঞ্চলের প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে বেশ কিছু সমস্যার জরুরি সমাধান প্রয়োজন ছিল।
বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সারা বছর ২৪ ঘণ্টা এই বাজারে ২ / ৩ উপজেলার সকল প্রকার কাঁচা মালামাল বিক্রি হয়ে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমে ভরপুর ও মুখরিত বাজারে অনেক সমস্যার মধ্যে পানি নিষ্কাশন ও কর্দমাক্ত অলি-গলিতে সলিং প্রয়োজন ছিল। অবশেষে সেই কাজ শুরু হয়েছে।

মানিকছড়ি উপজেলার সাতটি বাজার থেকে প্রতিবছর বাজারফান্ড ইজারা বাবদ প্রায় কোটি টাকার রাজস্ব আদায় করে। কিন্তু সেই আয়ের অর্থ বাজার উন্নয়নে ব্যয় করা হয় না এমন অভিযোগ উঠলে বাজার কর্তৃপক্ষ বাজার উন্নয়নে ৩৫ লাখ টাকা বরাদ্দে উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিনটহরী বাজারে গিয়ে দেখা গেছে, রাস্তা ও ড্রেনের মধ্যবর্তী কর্দমাক্ত জায়গায় প্লাড সলিং করে ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ করার কাজ চলছে।
খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, মানিকছড়ি উপজেলার সাতটি বাজার খাগড়াছড়ি বাজারফান্ডের অধীনে। এসব বাজারে সরকারি টোল/টেক্স আদায়ে ইজারা দেওয়া অর্থ বাজারফান্ডের সরকারি কোষাগারে জমা হয়। সেই আয় থেকে ৩০% অর্থ বাজার উন্নয়নে ব্যয়িত হয়। সে অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সাতটি বাজারে পানি নিষ্কাশনে ড্রেন, রাস্তা ও ড্রেনের মধ্যবর্তী স্থানে সলিং ও প্রয়োজনীয় খাতে উন্নয়নে প্রতি বাজারে ৫ লাখ টাকা হারে মোট ৩৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। জেলা তথা উপজেলার সবচেয়ে বড় ও প্রসিদ্ধ কাঁচা বাজার রাজবাজার ও তিনটহরী বাজারে উন্নয়নকাজ শুরু হয়েছে।
এ সময় ব্যবসায়ী মো. শাহ আলম খাঁ বলেন, এই তিনটহরী বাজারটি এই অঞ্চলের প্রসিদ্ধ একটি বাজার। এই বাজারে বেশ কিছু সমস্যার জরুরি সমাধান প্রয়োজন ছিল।
বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সারা বছর ২৪ ঘণ্টা এই বাজারে ২ / ৩ উপজেলার সকল প্রকার কাঁচা মালামাল বিক্রি হয়ে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমে ভরপুর ও মুখরিত বাজারে অনেক সমস্যার মধ্যে পানি নিষ্কাশন ও কর্দমাক্ত অলি-গলিতে সলিং প্রয়োজন ছিল। অবশেষে সেই কাজ শুরু হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে