রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাজেদুল ফয়সাল (২৩) ও আকিব ইসলাম (২৪) নামের দুই বন্ধু দাওয়াত খেতে গিয়েছিলেন ফটিকছড়িতে। সন্ধ্যায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে তাঁদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই মাঝপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয়। আর আকিব হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাজেদুল ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকার আবদুস সালামের ছেলে। আর আহত আকিব একই এলাকার মাওলানা মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফয়সাল ও আকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নোয়াপাড়ার কসমিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মারা যান ফয়সাল। অন্যদিকে আহত আকিব চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফয়সালের স্বজনেরা জানান, তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট। তিনি এবার চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাজেদুল ফয়সাল (২৩) ও আকিব ইসলাম (২৪) নামের দুই বন্ধু দাওয়াত খেতে গিয়েছিলেন ফটিকছড়িতে। সন্ধ্যায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তাঁরা। তবে তাঁদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই মাঝপথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়সালের মৃত্যু হয়। আর আকিব হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাজেদুল ফয়সাল রাঙ্গুনিয়া উপজেলার ৯ নম্বর শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকার আবদুস সালামের ছেলে। আর আহত আকিব একই এলাকার মাওলানা মো. সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফয়সাল ও আকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নোয়াপাড়ার কসমিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মারা যান ফয়সাল। অন্যদিকে আহত আকিব চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফয়সালের স্বজনেরা জানান, তিন ভাইয়ের মধ্যে ফয়সাল সবার ছোট। তিনি এবার চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছিলেন।

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৭ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৩ মিনিট আগে