Ajker Patrika

‘দুর্গন্ধযুক্ত প্রথা পরিষ্কার না করে নির্বাচন হলে, তা হবে নির্বাচনকে গণহত্যার শামিল’

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২২: ৩৬
‘দুর্গন্ধযুক্ত প্রথা পরিষ্কার না করে নির্বাচন হলে, তা হবে নির্বাচনকে গণহত্যার শামিল’
ফেনী শহরে একটি কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সন্ধ্যায় তোলা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা প্রকৃত গণতন্ত্র চায়, তাদের উচিত সংস্কার কমিশনকে সহযোগিতা করা। মৌলিক সংস্কার শেষ হলে তখন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে। কিন্তু অতীতের দুর্গন্ধযুক্ত প্রথা পরিষ্কার না করে আবার যদি নির্বাচন হয়, তা হবে নির্বাচনকে গণহত্যার শামিল।’

আজ শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা লড়াই করেছি অধিকারের জন্য, যা আজও প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো, একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আর সে নির্বাচনের জন্য জরুরি ও মৌলিক কিছু সংস্কার প্রয়োজন, যা আমরা স্পষ্টভাবে বলেছি। এই সংস্কারের পথে যারা বাধা দেবে, তারা রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিচ্ছে না।’

২০২৪ সালের নিহত শহীদদের স্মরণ করে জামায়াত আমির বলেন, ‘আমরা আমাদের সন্তানদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করব না, কাউকে বেইমানি করতেও দেব না। এ শহীদদের পবিত্র রক্তের মূল্য দিতে হবে। আমরা তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুত রয়েছি।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আগামী নির্বাচনে প্রশাসনের কোনো ধরনের “টুঁ” শব্দও শুনতে চাই না। জনগণের ভোটাধিকার হরণ করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যদি তা-ই হবে, তাহলে এতো মানুষ শহীদ হলো কেন?’

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে। যতক্ষণ না ফ্যাসিবাদের চিহ্ন মুছে যাবে, ততক্ষণ আমাদের লড়াই চলবে। প্রত্যেকে নিজের জায়গা থেকে দেশপ্রেম ধারণ করে এবং আল্লাহর প্রতি ইমান এনে এ দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম প্রমুখ।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে একই স্থানে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত