সোহেল মারমা, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি কর্মচারী সমিতি অফিসের দেয়াল ঘেঁষে একটা টেবিল ও কয়েকটি চেয়ার। এসবের মালিক চমেক হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এখান থেকেই নির্ধারিত হয় বেসরকারিভাবে রোগী ও লাশ পরিবহনের বিভিন্ন গন্তব্যের ভাড়া। এটা নির্ধারিত ভাড়ার দুই–তিন গুণ।
চমেক হাসপাতালে এ টেবিলটা থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ দীর্ঘদিনের। সমিতির একজন সদস্য ও চমেকে বেসরকারি অ্যাম্বুলেন্স সেবায় নিয়োজিত মো. শাহাদাত হোসেন বলেন, এখানে নেওয়া অতিরিক্ত ভাড়া একটি চক্রের পকেটে ঢুকছে। ন্যায্য ভাড়া গাড়ির মালিকও পান না।
গত কয়েক দিন বিভিন্ন রোগীর স্বজন, হাসপাতালের ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্সের মালিকদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। কেউ মারা গেলে মৃতের স্বজনেরা ডেথ সার্টিফিকেটের জন্য হাসপাতালের দোতলায় ওয়ার্ড মাস্টারের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে দায়িত্বরতরা অ্যাম্বুলেন্সের জন্য সমিতির টেবিলের লোকজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। সমিতির টেবিলের লোকজন ও ওয়ার্ডসংশ্লিষ্টদের যোগসাজশে ভাড়া নির্ধারিত হচ্ছে।
গতকাল শুক্রবার চমেক হাসপাতালে মারা যাওয়া স্বজনের লাশ নেওয়ার জন্য গাড়ি ভাড়া কররেন মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সাড়ে তিন হাজার টাকা ভাড়া আদায় করে মিরসরাই পর্যন্ত।
সমিতির তথ্য অনুযায়ী, ভাড়া নির্ধারণ করছেন টেবিলে থাকা কয়েকজন কর্মচারী। তাঁরা মজুরি বাবদ জনপ্রতি মাসিক পাঁচ হাজার টাকা করে পান। নূর মোহাম্মদ নুরু নামে সমিতির এক নেতার চক্র এসবের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। অবশ্য নূর মোহাম্মদ নুরু বলেন, ‘আমি জড়িত নই। সমিতির কয়েক জন সদস্য এই অপপ্রচার চালাচ্ছে। টেবিলে যারা কাজ করে, আমরা গাড়ির মালিকেরা তাদের নিয়োগ দিয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জানা নেই।’
সমিতির ১০৬ জন মালিকের বর্তমানে দেড় শ অ্যাম্বুলেন্স হাসপাতালে রোগী ও লাশ পরিবহন করছে। চমেকে ৮৪টি বেসরকারি অ্যাম্বুলেন্সের অনুমোদন রয়েছে। জানা গেছে, অনুমোদন ছাড়াই বাকি অ্যাম্বুলেন্সগুলো চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, এখানে অব্যবস্থাপনার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ আছে। আজ সমিতির নেতাদের নিয়ে একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অতিরিক্ত ভাড়া নিয়ে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি কর্মচারী সমিতি অফিসের দেয়াল ঘেঁষে একটা টেবিল ও কয়েকটি চেয়ার। এসবের মালিক চমেক হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এখান থেকেই নির্ধারিত হয় বেসরকারিভাবে রোগী ও লাশ পরিবহনের বিভিন্ন গন্তব্যের ভাড়া। এটা নির্ধারিত ভাড়ার দুই–তিন গুণ।
চমেক হাসপাতালে এ টেবিলটা থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ দীর্ঘদিনের। সমিতির একজন সদস্য ও চমেকে বেসরকারি অ্যাম্বুলেন্স সেবায় নিয়োজিত মো. শাহাদাত হোসেন বলেন, এখানে নেওয়া অতিরিক্ত ভাড়া একটি চক্রের পকেটে ঢুকছে। ন্যায্য ভাড়া গাড়ির মালিকও পান না।
গত কয়েক দিন বিভিন্ন রোগীর স্বজন, হাসপাতালের ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্সের মালিকদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। কেউ মারা গেলে মৃতের স্বজনেরা ডেথ সার্টিফিকেটের জন্য হাসপাতালের দোতলায় ওয়ার্ড মাস্টারের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে দায়িত্বরতরা অ্যাম্বুলেন্সের জন্য সমিতির টেবিলের লোকজনদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। সমিতির টেবিলের লোকজন ও ওয়ার্ডসংশ্লিষ্টদের যোগসাজশে ভাড়া নির্ধারিত হচ্ছে।
গতকাল শুক্রবার চমেক হাসপাতালে মারা যাওয়া স্বজনের লাশ নেওয়ার জন্য গাড়ি ভাড়া কররেন মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সাড়ে তিন হাজার টাকা ভাড়া আদায় করে মিরসরাই পর্যন্ত।
সমিতির তথ্য অনুযায়ী, ভাড়া নির্ধারণ করছেন টেবিলে থাকা কয়েকজন কর্মচারী। তাঁরা মজুরি বাবদ জনপ্রতি মাসিক পাঁচ হাজার টাকা করে পান। নূর মোহাম্মদ নুরু নামে সমিতির এক নেতার চক্র এসবের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। অবশ্য নূর মোহাম্মদ নুরু বলেন, ‘আমি জড়িত নই। সমিতির কয়েক জন সদস্য এই অপপ্রচার চালাচ্ছে। টেবিলে যারা কাজ করে, আমরা গাড়ির মালিকেরা তাদের নিয়োগ দিয়েছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জানা নেই।’
সমিতির ১০৬ জন মালিকের বর্তমানে দেড় শ অ্যাম্বুলেন্স হাসপাতালে রোগী ও লাশ পরিবহন করছে। চমেকে ৮৪টি বেসরকারি অ্যাম্বুলেন্সের অনুমোদন রয়েছে। জানা গেছে, অনুমোদন ছাড়াই বাকি অ্যাম্বুলেন্সগুলো চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, এখানে অব্যবস্থাপনার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ আছে। আজ সমিতির নেতাদের নিয়ে একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘অতিরিক্ত ভাড়া নিয়ে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৬ ঘণ্টা আগে