নিজস্ব প্রতিবেদক ও সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কুমিরা থেকে ছেড়ে আসা স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে যাওয়ার ঘটনায় নুসরাত জাহান আনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় স্পিডবোটটি কালবৈশাখীর কবলে পড়ে। স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে সেটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এ সময় আহত অবস্থায় নুসরাত জাহানকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক ছেলে শিশু নিখোঁজ রয়েছে।
এদিকে আহতদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধ ফিটনেসবিহীন স্পিডবোট, অদক্ষ চালক ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়া হলো—এ বিষয়ে কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি স্পিডবোট ডুবে যায়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জোনাল কমান্ডার আরও বলেন, ঝড়ের কবলে শুধু গুপ্তছড়া ঘাটে স্পিডবোটডুবি নয়, বন্দরের বহির্নোঙরে থাকা কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে কুমিরা ঘাট থেকে ছেড়েছিল। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মধ্যে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের কুমিরা থেকে ছেড়ে আসা স্পিডবোট কালবৈশাখীর কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবে যাওয়ার ঘটনায় নুসরাত জাহান আনিকা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত নুসরাত জাহান মগধরা ৬ নম্বর ওয়ার্ডের মমতাজ সুকানির বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
জানা যায়, আজ সকাল ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় স্পিডবোটটি কালবৈশাখীর কবলে পড়ে। স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে সেটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত স্পিডবোটে মোট ২০ জন যাত্রী ছিল। এ সময় আহত অবস্থায় নুসরাত জাহানকে সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও এক ছেলে শিশু নিখোঁজ রয়েছে।
এদিকে আহতদের দেখতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে স্বর্ণদ্বীপ হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তাঁরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অবৈধ ফিটনেসবিহীন স্পিডবোট, অদক্ষ চালক ও ঘাট কর্তৃপক্ষের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে। কালবৈশাখী দেখেও কেন স্পিডবোট ছাড়া হলো—এ বিষয়ে কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখীতে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে একটি স্পিডবোট ডুবে যায়। খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জোনাল কমান্ডার আরও বলেন, ঝড়ের কবলে শুধু গুপ্তছড়া ঘাটে স্পিডবোটডুবি নয়, বন্দরের বহির্নোঙরে থাকা কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, স্পিডবোটটি ২০ জন যাত্রী নিয়ে কুমিরা ঘাট থেকে ছেড়েছিল। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের মধ্যে নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে