কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৩ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে