Ajker Patrika

ফেনীতে ট্রেন-সিএনজি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮: ২২
ফেনীতে ট্রেন-সিএনজি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু
ফেনীতে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হন। শনিবার সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে ট্রেন ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজীবাড়ির হাফিজুল ইসলাম (৪২) ও তাঁর মা ফাতেমাতুজ জোহরা (৬২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় পৌঁছালে রেলগেটের সামনে যানজটে আটকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় হাফিজুল ইসলাম ও তাঁর মাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাফিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাতুজ জোহরাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। রাত ১১টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, `নিহত ব্যক্তিদের মধ্যে হাফিজুল ইসলামের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর মা চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন এবং অটোরিকশার চালক আহত হয়েছেন।

রেলগেটের গেটম্যান বাবু বলেন, ‘গেট বন্ধ করেও অটোরিকশাটি সরানো যায়নি। ট্রেন থামাতে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু দূরত্ব কম থাকায় থামানো সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত