নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হয়েও যারা বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেনি, বিএনপি কার্যক্রমে বাধা দেয়নি, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলের সদস্য হতে বাধা নেই। আজ শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার নেতাদের সদস্য ফরমের বই বিতরণ করেন আমীর খসরু।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু নেতাদের উদ্দেশে বলেন, ‘নবায়নের বিষয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু নতুন সদস্য করার বিষয়ে আমাদের এখানে নেতারা কিছু কথা বলেছেন। কারা নতুন মেম্বার হতে যাচ্ছে, এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটার একটা দিকনির্দেশনা দেওয়া আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। একদিকে হচ্ছে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, যারা অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এ লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘দুই নম্বর হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত দোসর যারা, তারা সদস্য হতে পারবে না।’ তিনি বলেন, ‘এখন একজন ভালো লোক, যে হয়তো আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিয়েছে, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনো দিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেনি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করেনি, বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির শিকার করেনি, পারলে ইনডিরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের সদস্য হতে কোনো বাধা নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হয়েও যারা বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেনি, বিএনপি কার্যক্রমে বাধা দেয়নি, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলের সদস্য হতে বাধা নেই। আজ শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার নেতাদের সদস্য ফরমের বই বিতরণ করেন আমীর খসরু।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু নেতাদের উদ্দেশে বলেন, ‘নবায়নের বিষয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু নতুন সদস্য করার বিষয়ে আমাদের এখানে নেতারা কিছু কথা বলেছেন। কারা নতুন মেম্বার হতে যাচ্ছে, এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটার একটা দিকনির্দেশনা দেওয়া আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। একদিকে হচ্ছে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, যারা অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এ লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘দুই নম্বর হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত দোসর যারা, তারা সদস্য হতে পারবে না।’ তিনি বলেন, ‘এখন একজন ভালো লোক, যে হয়তো আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিয়েছে, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনো দিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেনি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করেনি, বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির শিকার করেনি, পারলে ইনডিরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের সদস্য হতে কোনো বাধা নেই।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৩ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে