কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ার আগে কার্পেটিং উঠে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাস্তাটি পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান ও ঠিকাদার দেবু দাশ। এ সময় স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলসহ ঠিকাদারের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
আজ সরেজমিনে দেখা যায়, উঠে যাওয়া কার্পেটিংয়ের নিচে নিম্নমানের কংক্রিট। কার্পেটিং করার আগে বিটুমিনের প্রাইম কোট না দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ধুলামিশ্রিত নিম্নমানের পাথর ও বিটুমিন স্বল্প পরিমাণে ব্যবহার করায় সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। গত রোববার রাস্তাটির সংস্কারকাজের কার্পেটিং করা হয়। কিন্তু সোমবার রাত থেকে রাস্তাটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে কাজে নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ধুলামিশ্রিত পাথর ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও তা মানা হয়নি।
জানা গেছে, ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের সড়ক সংস্কার কাজ করছেন সাইরেদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে নির্মাণকাজটি তদারকি করছেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান।
সাইরেদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মোহাম্মদ সোহেল বলেন, ‘আমরা কোথাও নিম্নমানের কাজ করিনি। কাজ শেষ হওয়ার আগে স্থানীয়রা কার্পেটিং তুলে নিয়েছে।’
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, ‘কার্পেটিংগুলো স্থানীয়রা হাত দিয়ে তুলে ফেলছেন। আমরা মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে তা সত্যতা পেয়েছি। আমার কাছে একটি ভিডিও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি কার্পেটিং তুলে ফেলছেন।’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ার আগে কার্পেটিং উঠে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে রাস্তাটি পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান ও ঠিকাদার দেবু দাশ। এ সময় স্থানীয় চেয়ারম্যান নোয়াব আলী, ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলসহ ঠিকাদারের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
আজ সরেজমিনে দেখা যায়, উঠে যাওয়া কার্পেটিংয়ের নিচে নিম্নমানের কংক্রিট। কার্পেটিং করার আগে বিটুমিনের প্রাইম কোট না দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ধুলামিশ্রিত নিম্নমানের পাথর ও বিটুমিন স্বল্প পরিমাণে ব্যবহার করায় সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। গত রোববার রাস্তাটির সংস্কারকাজের কার্পেটিং করা হয়। কিন্তু সোমবার রাত থেকে রাস্তাটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে কাজে নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ধুলামিশ্রিত পাথর ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও তা মানা হয়নি।
জানা গেছে, ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের সড়ক সংস্কার কাজ করছেন সাইরেদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে নির্মাণকাজটি তদারকি করছেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান।
সাইরেদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মোহাম্মদ সোহেল বলেন, ‘আমরা কোথাও নিম্নমানের কাজ করিনি। কাজ শেষ হওয়ার আগে স্থানীয়রা কার্পেটিং তুলে নিয়েছে।’
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, ‘কার্পেটিংগুলো স্থানীয়রা হাত দিয়ে তুলে ফেলছেন। আমরা মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে তা সত্যতা পেয়েছি। আমার কাছে একটি ভিডিও রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি কার্পেটিং তুলে ফেলছেন।’

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
১ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে