চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় গাড়িটির মালিক মাহমুদুল করিম প্রকাশ বাদলকে (৪২) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পূর্ব পাড়ার নিজ বাড়ি থেকে আজ মঙ্গলবার ভোররাতে তাঁকে আটক করা হয়।
আটক বাদল ওই এলাকার শামসুল আলমের ছেলে।
পিবিআই কক্সবাজারের পরিদর্শক মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘পিকআপ মালিক চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় আত্মগোপনে রয়েছেন বলে গোপন সংবাদ আসে। ওই দিন তিনি চকরিয়ার পূর্ব বড়ভেওলার বাড়িতে চলে আসেন। পরে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে ঘটনার তিন দিন পর গত ১২ ফেব্রুয়ারি গাড়িটির চালক সহিদুল ইসলাম সাইফুলকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব।
পরদিন সাইফুলকে মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনের কাছে হস্তান্তর করে র্যাব। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন।
আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। চালক সাইফুল ইসলাম রিমান্ড শেষে কক্সবাজার জেলা কারাগার রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব মামলাটি অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের নার্সারি গেট এলাকায় পিকআপ ভ্যান চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, স্মরণ সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল ও রক্তিম সুশীল।
এতে গুরুতর আহত হন তাদের বোন হীরা সুশীল। তাঁর মধ্যে প্লাবন সুশীল সুস্থ হলেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। বোন হীরা সুশীল এখনো মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় গাড়িটির মালিক মাহমুদুল করিম প্রকাশ বাদলকে (৪২) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পূর্ব পাড়ার নিজ বাড়ি থেকে আজ মঙ্গলবার ভোররাতে তাঁকে আটক করা হয়।
আটক বাদল ওই এলাকার শামসুল আলমের ছেলে।
পিবিআই কক্সবাজারের পরিদর্শক মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘পিকআপ মালিক চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় আত্মগোপনে রয়েছেন বলে গোপন সংবাদ আসে। ওই দিন তিনি চকরিয়ার পূর্ব বড়ভেওলার বাড়িতে চলে আসেন। পরে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে ঘটনার তিন দিন পর গত ১২ ফেব্রুয়ারি গাড়িটির চালক সহিদুল ইসলাম সাইফুলকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে র্যাব।
পরদিন সাইফুলকে মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনের কাছে হস্তান্তর করে র্যাব। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন।
আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। চালক সাইফুল ইসলাম রিমান্ড শেষে কক্সবাজার জেলা কারাগার রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব মামলাটি অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্য পরিদর্শক সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের নার্সারি গেট এলাকায় পিকআপ ভ্যান চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, স্মরণ সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল ও রক্তিম সুশীল।
এতে গুরুতর আহত হন তাদের বোন হীরা সুশীল। তাঁর মধ্যে প্লাবন সুশীল সুস্থ হলেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। বোন হীরা সুশীল এখনো মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৫ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
১১ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে