নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ভ্যাট দিতে আর কর অফিসে দৌড়াতে হবে না ব্যবসায়ীদের, ক্রেতারাও নিজের হাতেই দিতে পারবেন সরকারের প্রাপ্য এ রাজস্ব। কারণ নগরীর অভিজাত মার্কেটের ভেতরই এবার বসানো হচ্ছে ভ্যাট বুথ। যেখানে ভ্যাট নিবন্ধন, ভ্যাট প্রদান ও চালানের কাগজ সংগ্রহ করা যাবে অনায়াসেই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আকবর হোসেন চৌধুরী জানান, নগরীর পাঁচটি মার্কেটে আগামী সপ্তাহের মধ্যে এসব ভ্যাট বুথ স্থাপন করা হবে।
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ক্রেতারা এসব বুথে ভ্যাট দেওয়া ও চালান সংগ্রহ করতে পারবে।
জানা গেছে, আগামীকাল রোববার (৩০ মে) নগরীর ইউনেসকো সিটি সেন্টার, সোমবার (৩১ মে) সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার (১ জুন) মিমি সুপার মার্কেট এবং বুধবার (২ জুন) আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে এসব বুথ স্থাপন করা হবে।
তিনি জানান, এর আগেও নগরীর কয়েকটি মার্কেটে আমরা ভ্যাট বুথ বসিয়েছিলাম। সেখানে ক্রেতা, বিক্রেতাদের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি আমার অন্য সময়ের তুলনায় তিনগুণ ভ্যাট বেশি আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা নগরীর সব মার্কেটে এটি করতে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজের পরিধি আরও বাড়াতে চাই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ইএফডি মেশিনে ভ্যাট সংগ্রহ পদ্ধতি জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটি পদক্ষেপ। এ মেশিনে হয়রানিমুক্ত ভ্যাট প্রদান করা যায়। তাই আমরা চাচ্ছি ইএফডিকে জনপ্রিয় করতে। সাধারণ মানুষ ও বিক্রেতারা যাতে এ মেশিনটির সঙ্গে পরিচিত হয় সেটিই আমরা চাই। এ মেশিনে জমা হওয়া রাজস্ব সরাসরি একটি সফটওয়্যারের মাধ্যমে এন বিআরে জমা পড়ে। ফলে মাঝখানে কেউ ফাঁকি বা অনিয়ম করার আর সুযোগ থাকে না।
মেশিনটির মাধ্যমে একটি দোকান প্রতিদিন কত বিক্রি করলো এবং তার ভ্যাট কত আসলো তা জানা যাবে। একই সঙ্গে দিনের ভ্যাট দিনেই জমা পড়বে।
তিনি বলেন, আমরা ভ্যাট ব্যবস্থা জনমুখী করতে চাই। সহজ করতে চাই। তারই একটি পদক্ষেপ হলো মার্কেটে বুথ স্থাপন।

ঢাকা: ভ্যাট দিতে আর কর অফিসে দৌড়াতে হবে না ব্যবসায়ীদের, ক্রেতারাও নিজের হাতেই দিতে পারবেন সরকারের প্রাপ্য এ রাজস্ব। কারণ নগরীর অভিজাত মার্কেটের ভেতরই এবার বসানো হচ্ছে ভ্যাট বুথ। যেখানে ভ্যাট নিবন্ধন, ভ্যাট প্রদান ও চালানের কাগজ সংগ্রহ করা যাবে অনায়াসেই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আকবর হোসেন চৌধুরী জানান, নগরীর পাঁচটি মার্কেটে আগামী সপ্তাহের মধ্যে এসব ভ্যাট বুথ স্থাপন করা হবে।
ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ক্রেতারা এসব বুথে ভ্যাট দেওয়া ও চালান সংগ্রহ করতে পারবে।
জানা গেছে, আগামীকাল রোববার (৩০ মে) নগরীর ইউনেসকো সিটি সেন্টার, সোমবার (৩১ মে) সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার (১ জুন) মিমি সুপার মার্কেট এবং বুধবার (২ জুন) আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে এসব বুথ স্থাপন করা হবে।
তিনি জানান, এর আগেও নগরীর কয়েকটি মার্কেটে আমরা ভ্যাট বুথ বসিয়েছিলাম। সেখানে ক্রেতা, বিক্রেতাদের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি আমার অন্য সময়ের তুলনায় তিনগুণ ভ্যাট বেশি আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা নগরীর সব মার্কেটে এটি করতে যাচ্ছি। ভবিষ্যতে এ কাজের পরিধি আরও বাড়াতে চাই।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ইএফডি মেশিনে ভ্যাট সংগ্রহ পদ্ধতি জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটি পদক্ষেপ। এ মেশিনে হয়রানিমুক্ত ভ্যাট প্রদান করা যায়। তাই আমরা চাচ্ছি ইএফডিকে জনপ্রিয় করতে। সাধারণ মানুষ ও বিক্রেতারা যাতে এ মেশিনটির সঙ্গে পরিচিত হয় সেটিই আমরা চাই। এ মেশিনে জমা হওয়া রাজস্ব সরাসরি একটি সফটওয়্যারের মাধ্যমে এন বিআরে জমা পড়ে। ফলে মাঝখানে কেউ ফাঁকি বা অনিয়ম করার আর সুযোগ থাকে না।
মেশিনটির মাধ্যমে একটি দোকান প্রতিদিন কত বিক্রি করলো এবং তার ভ্যাট কত আসলো তা জানা যাবে। একই সঙ্গে দিনের ভ্যাট দিনেই জমা পড়বে।
তিনি বলেন, আমরা ভ্যাট ব্যবস্থা জনমুখী করতে চাই। সহজ করতে চাই। তারই একটি পদক্ষেপ হলো মার্কেটে বুথ স্থাপন।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে