গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাউনি কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে। মেরামতের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত সোমবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় হয়। এতে বিদ্যালয়ের পাশাপাশি আম, পাকা ধান, ঘরবাড়ি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই রাতের ঝড়ে রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায়। খোলা আকাশের নিচে ক্লাস চলায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী হ্নদয় আলী বলে, ‘সকালে বিদ্যালয়ে এসে দেখি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। শ্রেণিকক্ষের ভেতরেই খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।’
আরেক শিক্ষার্থী শামসুন্নাহার বলে, খোলা আকাশের নিচে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায় না। দ্রুত টিনের ছাউনিটি মেরামতের দাবি জানায় সে।
অভিভাবক খাইরুল ইসলাম জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘টিনের ছাউনি দিয়ে আর নয়, নতুন করে পাকা বিল্ডিংয়ের ভিত তৈরি করা হোক।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। যেন শিক্ষক ও শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদানে অংশ নিতে পারে।’
জাহাঙ্গীর কবির জানান, ঘর ও ঘরের ছাউনিগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছে।
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাউনি কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চালাতে হচ্ছে। মেরামতের সহযোগিতা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, গত সোমবার রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় হয়। এতে বিদ্যালয়ের পাশাপাশি আম, পাকা ধান, ঘরবাড়ি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই রাতের ঝড়ে রহনপুর পৌর এলাকার বহিপাড়া উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে যায়। খোলা আকাশের নিচে ক্লাস চলায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী হ্নদয় আলী বলে, ‘সকালে বিদ্যালয়ে এসে দেখি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়ে গেছে। শ্রেণিকক্ষের ভেতরেই খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।’
আরেক শিক্ষার্থী শামসুন্নাহার বলে, খোলা আকাশের নিচে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। রোদ আর গরমে বসে থাকা যায় না। দ্রুত টিনের ছাউনিটি মেরামতের দাবি জানায় সে।
অভিভাবক খাইরুল ইসলাম জানান, ইতিপূর্বে বিদ্যালয়টি কয়েকবার ঝড়ে একই অবস্থা হয়েছিল। তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘টিনের ছাউনি দিয়ে আর নয়, নতুন করে পাকা বিল্ডিংয়ের ভিত তৈরি করা হোক।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। যেন শিক্ষক ও শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদানে অংশ নিতে পারে।’
জাহাঙ্গীর কবির জানান, ঘর ও ঘরের ছাউনিগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছে।
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট পৌরসভার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।’

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৯ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে