চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব হয়েছে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ার চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব হয়।
পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব মো. হান্নান হোসাইন, ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিনা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ।
পিঠা উৎসবে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দশা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মান্ডা পিঠা, মাওয়া পিঠা, নারিকেল পিঠা, খেজুর পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নাম! সেইসঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাশের এলাকা থেকে পিঠা উৎসবে আসা নোশিন আরা নুপুর বলেন, উৎসবের মধ্য দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। বিদ্যালয়ের উদ্যোগে চমৎকার আয়োজন দেখে ভালো লাগছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ছিল মনে রাখার মতো।
পিঠা উৎসবের আয়োজক প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে আমাদের এ আয়োজন। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব হয়েছে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ার চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব হয়।
পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব মো. হান্নান হোসাইন, ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিনা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ।
পিঠা উৎসবে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দশা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মান্ডা পিঠা, মাওয়া পিঠা, নারিকেল পিঠা, খেজুর পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নাম! সেইসঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাশের এলাকা থেকে পিঠা উৎসবে আসা নোশিন আরা নুপুর বলেন, উৎসবের মধ্য দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। বিদ্যালয়ের উদ্যোগে চমৎকার আয়োজন দেখে ভালো লাগছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ছিল মনে রাখার মতো।
পিঠা উৎসবের আয়োজক প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে আমাদের এ আয়োজন। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১১ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৫ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৭ মিনিট আগে