হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ভোট না দেওয়ায় প্রায় ২০০ পরিবারের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী মো. কামরুজ্জামান মোল্লার বিরুদ্ধে। তিনি উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ‘মোরগ’ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী ছিলেন।
গতকাল মঙ্গলবার ওই ইউনিয়নের রাধাসার গ্রামের মৃধা সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনায় জড়িত পরাজিত মেম্বার প্রার্থীর এমন কাণ্ডে হতবাক।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত রোববার হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনে মেম্বার (ইউপি সদস্য) পদে কামরুজ্জামান মোল্লা ‘মোরগ’, রবিউল আলম অরুন ‘ফুটবল’ ও শাহাদাত পাঠান ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।
এর মধ্যে রবিউল আলম অরুন নির্বাচিত এবং কামরুজ্জামান মোল্লা ও শাহাদাত পাঠান পরাজিত হন। এতে করে তিনি মৃধা বাড়ির ভোটারদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে দেশীয় অস্ত্র নিয়ে চার বাড়ির চলাচলের একমাত্র সাঁকোটি ভেঙে দেয়।
এ বিষয়ে মৃধা বাড়ীর আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, সফিকুল ইসলাম ও হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জানান, গতকাল মঙ্গলবার সকালে পরাজিত মেম্বার প্রার্থী কামরুজ্জামান মোল্লা সাঁকোটি ভেঙে দেন। যার ফলে রাধাসার গ্রামের তফাদার বাড়ি, মৃধা বাড়ি, মোল্লা বাড়ি ও পাটওয়ারী বাড়িসহ ২০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এ পথ দিয়ে পার্শ্ববর্তী বাখরপাড়া গ্রামের লোকজনও চলাচল করে বলে জানান তাঁরা।
এ বিষয়ে ভোটে অভিযুক্ত মেম্বার প্রার্থী কামরুজ্জামান মোল্লা বলেন, ‘নির্বাচনে হেরে নয়, আমাদের সম্পত্তির ওপর দিয়ে বাঁশের সাঁকোটি করা হয়েছে তাই সাঁকোটি ভেঙে দেওয়া হয়েছে।’

চাঁদপুরের হাজীগঞ্জে ভোট না দেওয়ায় প্রায় ২০০ পরিবারের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার (ইউপি সদস্য) প্রার্থী মো. কামরুজ্জামান মোল্লার বিরুদ্ধে। তিনি উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ‘মোরগ’ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী ছিলেন।
গতকাল মঙ্গলবার ওই ইউনিয়নের রাধাসার গ্রামের মৃধা সংলগ্ন মাঠে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনায় জড়িত পরাজিত মেম্বার প্রার্থীর এমন কাণ্ডে হতবাক।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত রোববার হাজীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনে মেম্বার (ইউপি সদস্য) পদে কামরুজ্জামান মোল্লা ‘মোরগ’, রবিউল আলম অরুন ‘ফুটবল’ ও শাহাদাত পাঠান ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন।
এর মধ্যে রবিউল আলম অরুন নির্বাচিত এবং কামরুজ্জামান মোল্লা ও শাহাদাত পাঠান পরাজিত হন। এতে করে তিনি মৃধা বাড়ির ভোটারদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে দেশীয় অস্ত্র নিয়ে চার বাড়ির চলাচলের একমাত্র সাঁকোটি ভেঙে দেয়।
এ বিষয়ে মৃধা বাড়ীর আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শাহাদাত হোসেন, সফিকুল ইসলাম ও হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জানান, গতকাল মঙ্গলবার সকালে পরাজিত মেম্বার প্রার্থী কামরুজ্জামান মোল্লা সাঁকোটি ভেঙে দেন। যার ফলে রাধাসার গ্রামের তফাদার বাড়ি, মৃধা বাড়ি, মোল্লা বাড়ি ও পাটওয়ারী বাড়িসহ ২০০ পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এ পথ দিয়ে পার্শ্ববর্তী বাখরপাড়া গ্রামের লোকজনও চলাচল করে বলে জানান তাঁরা।
এ বিষয়ে ভোটে অভিযুক্ত মেম্বার প্রার্থী কামরুজ্জামান মোল্লা বলেন, ‘নির্বাচনে হেরে নয়, আমাদের সম্পত্তির ওপর দিয়ে বাঁশের সাঁকোটি করা হয়েছে তাই সাঁকোটি ভেঙে দেওয়া হয়েছে।’

কুষ্টিয়ায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেছেন নারীরা। তাঁরা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করায় আমির হামজাকে ক্ষমা চাইতে আহ্বান জানান।
১৫ মিনিট আগে
টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩৭ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
১ ঘণ্টা আগে