ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে