ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২০ জুন) উপজেলার মধ্য পোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে ওই ব্যক্তি নিজেই আবার প্রত্যাহার করে নিয়েছেন।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা মনু পাটওয়ারীর ছেলে আশু পাটওয়ারীর সঙ্গে ১৫ বছর আগে একই উপজেলার মধ্য পোয়া গ্রামের হান্নান মিয়ার মেয়ে সেলিনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। আশু পাটওয়ারীর বাড়িতে মাথা গোঁজার ঠাঁই না থাকায় তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করেন। আশু পাটওয়ারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার সকালে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে পরিবারে কলহ এবং ভাঙচুর করেন। তাঁর ভাঙচুর ঠেকাতে না পেরে পরিবারের সবাই মিলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আশু পাটওয়ারী বলেন, ‘মানুষ আমাকে বলে, আমার স্ত্রী নাকি আমার ভায়রা ভাই জহিরের সাথে খারাপ কাজ করে। তাই আমি ঘরে এসে মারধর ও ভাঙচুর করেছি। পরে আমার শ্যালক আমির হোসেন আমাকে মেরেছে। মানুষে কইছে, থানায় অভিযোগ দিছি। আবার বিষয়টি বুঝতে পেরে পরে অভিযোগ তুলে নিয়েছি।’
এদিকে দুলাভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত মো. আমির হোসেন বলেন, ‘দুলাভাই মানুষের কথা শুনে আমার বোন, ভাগিনা-ভাগনি ও মাকে মারধর করেন। এতে আমি রাগ সামলাতে না পেরে দুলাভাইকে মেরেছি। বিষয়টি আমি ঠিক করিনি, বুঝতে পেরে দুলাভাইয়ের কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিয়েছি।’
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. আমজাদ আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আশু পাটওয়ারী। পরে তিনি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
১০ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
১৮ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে