চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সদর মডেল থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (২২ জুন) তাঁকে জামিনের জন্য সদর আমলি আদালতে ওঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়। ২০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার পর আজ তাঁকে (রোববার) চাঁদপুরের আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে করা কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। সদর মডেল থানায় গেল বছরের ২০ আগস্টের ১৯ নম্বর মামলায় তাঁকে আসামি দেখানো হয়। এই মামলায় বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০২৪ সালে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ২০ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার নুরুল ইসলাম খান। ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় ২২৪ জন এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০০ থেকে ৪০০ জনকে।
আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সদর মডেল থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (২২ জুন) তাঁকে জামিনের জন্য সদর আমলি আদালতে ওঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়। ২০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার পর আজ তাঁকে (রোববার) চাঁদপুরের আদালতে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে করা কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। সদর মডেল থানায় গেল বছরের ২০ আগস্টের ১৯ নম্বর মামলায় তাঁকে আসামি দেখানো হয়। এই মামলায় বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০২৪ সালে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ২০ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার নুরুল ইসলাম খান। ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় ২২৪ জন এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০০ থেকে ৪০০ জনকে।
আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
৩৮ মিনিট আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
৪২ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে