চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চাঁদপুরের সড়ক বিভাগ যৌথ উদ্যোগে রাস্তার জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।
বাকিলার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েক দিন পরে আবারও সড়কের দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী গতকাল রাতে ও আজ সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।
সওজ সড়ক উপবিভাগ চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এ সড়কের অন্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চাঁদপুরের সড়ক বিভাগ যৌথ উদ্যোগে রাস্তার জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।
বাকিলার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েক দিন পরে আবারও সড়কের দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী গতকাল রাতে ও আজ সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।
সওজ সড়ক উপবিভাগ চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এ সড়কের অন্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৫ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
২৯ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪০ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে