চাঁদপুর প্রতিনিধি

দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছ বিক্রি করা হয়। একই সঙ্গে এখন কাটা লবণ (লোনা) ইলিশও বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি লবণ ইলিশ খুচরায় বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। আর ছোট সাইজের লবণ ইলিশ প্রতি কেজি ৬০০ টাকা দরে। তবে, স্থানীয় ক্রেতাদের পছন্দ তাজা রুপালি ইলিশ। আর জেলার বাইরের ক্রেতারা কিনছেন লবণ ইলিশ।
সরেজমিনে মাছ ঘাটে গিয়ে দেখা গেছে, মাছঘাটে আসা অধিকাংশ পচা ইলিশ প্রতি মণ ১২-১৫ হাজার টাকায় কিনে নেন মৌসুমি ব্যবসায়ীরা। পরে সেগুলো প্রক্রিয়া করে নোনা ইলিশে পরিণত করা হয়। এ কাজে যুক্ত হন শতাধিক নারী ও পুরুষ শ্রমিকেরা। কয়েক মাস মাছঘাটের স্থানীয় কিছু ঘরে স্তূপ করে ও ড্রামের মধ্যে নোনা ইলিশগুলো সংরক্ষণ করা হয়। এরপর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এসব লবণ ইলিশ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে।
মাছঘাটের লবণ ইলিশ বিক্রেতা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘লবণ ইলিশের স্থানীয় ক্রেতা খুবই কম। বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতারাই লবণ ইলিশ কিনছেন। বর্তমানে আমরা সাইজ অনুসারে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে লবণ ইলিশ বিক্রি করছি। আমাদের ওই সব ইলিশগুলো একটু নরম ছিল। তবে, পচা নয়।’
আরেক বিক্রেতা মাহবুব আলম বলেন, ‘আমাদের লবণ ইলিশগুলোর মান ভালো। দক্ষিণাঞ্চল থেকে এক সঙ্গে অনেক ইলিশ যখন ট্রলারে করে আসে তখন বেশ কয়েক দিন স্তূপ করে রাখা থাকে। এতে অতিরিক্ত চাপে ইলিশ পচে যায়। পরে সেগুলোই নোনা ইলিশ হিসেবে তৈরি করা হয়।’
এ বিষয়ে চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত জানান, এ বছর নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে প্রচুর ইলিশ এসেছে। এর মধ্যে কিছু ইলিশ পচা ছিল। কিছু ব্যবসায়ী সেগুলো সংরক্ষণ করেছেন। তাঁরা ওই সব ইলিশ লবণ দিয়ে স্থানীয়ভাবে বিক্রি করেছেন। অনেকে আবার কিনে বিদেশে পাঠান।

দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছ বিক্রি করা হয়। একই সঙ্গে এখন কাটা লবণ (লোনা) ইলিশও বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি লবণ ইলিশ খুচরায় বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। আর ছোট সাইজের লবণ ইলিশ প্রতি কেজি ৬০০ টাকা দরে। তবে, স্থানীয় ক্রেতাদের পছন্দ তাজা রুপালি ইলিশ। আর জেলার বাইরের ক্রেতারা কিনছেন লবণ ইলিশ।
সরেজমিনে মাছ ঘাটে গিয়ে দেখা গেছে, মাছঘাটে আসা অধিকাংশ পচা ইলিশ প্রতি মণ ১২-১৫ হাজার টাকায় কিনে নেন মৌসুমি ব্যবসায়ীরা। পরে সেগুলো প্রক্রিয়া করে নোনা ইলিশে পরিণত করা হয়। এ কাজে যুক্ত হন শতাধিক নারী ও পুরুষ শ্রমিকেরা। কয়েক মাস মাছঘাটের স্থানীয় কিছু ঘরে স্তূপ করে ও ড্রামের মধ্যে নোনা ইলিশগুলো সংরক্ষণ করা হয়। এরপর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে এসব লবণ ইলিশ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে।
মাছঘাটের লবণ ইলিশ বিক্রেতা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘লবণ ইলিশের স্থানীয় ক্রেতা খুবই কম। বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতারাই লবণ ইলিশ কিনছেন। বর্তমানে আমরা সাইজ অনুসারে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে লবণ ইলিশ বিক্রি করছি। আমাদের ওই সব ইলিশগুলো একটু নরম ছিল। তবে, পচা নয়।’
আরেক বিক্রেতা মাহবুব আলম বলেন, ‘আমাদের লবণ ইলিশগুলোর মান ভালো। দক্ষিণাঞ্চল থেকে এক সঙ্গে অনেক ইলিশ যখন ট্রলারে করে আসে তখন বেশ কয়েক দিন স্তূপ করে রাখা থাকে। এতে অতিরিক্ত চাপে ইলিশ পচে যায়। পরে সেগুলোই নোনা ইলিশ হিসেবে তৈরি করা হয়।’
এ বিষয়ে চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত জানান, এ বছর নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে প্রচুর ইলিশ এসেছে। এর মধ্যে কিছু ইলিশ পচা ছিল। কিছু ব্যবসায়ী সেগুলো সংরক্ষণ করেছেন। তাঁরা ওই সব ইলিশ লবণ দিয়ে স্থানীয়ভাবে বিক্রি করেছেন। অনেকে আবার কিনে বিদেশে পাঠান।

চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দীন আহমদের মনোনয়ন...
১ মিনিট আগে
তথ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা অনুবিভাগ ও এসসিপিএম প্রকল্পের পরিচালক, যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
১১ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১৪ মিনিট আগে