Ajker Patrika

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আব্দুল মান্নান লস্কর। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আব্দুল মান্নান লস্কর মতলব উত্তর চেঙ্গারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের ফজর আলী লস্করের ছেলে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, গ্রেপ্তার আব্দুল মান্নান লস্কর বর্তমান পৌর বিএনপির সহসভাপতি, উপজেলা ও জেলা বিএনপির সদস্য। এ ছাড়া তিনি ছেঙ্গারচর বাজার বণিক সমিতির সভাপতি।

চাঁদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আব্দুল মান্নানকে মতলব উত্তর উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘আব্দুল মান্নানের বিরুদ্ধে সোমবার আহম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী থানায় চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত