চাঁদপুর প্রতিনিধি

শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য দীপু মনির বিরুদ্ধে তিন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাঁকে আজ বুধবার গ্রেপ্তার দেখাতে চাঁদপুর আদালতে হাজির করার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আইনজীবীসহ ভুক্তভোগীরা বলছেন, আদালতে আনা হলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্ন ক্ষোভের কারণে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে।
আজ বুধবার দীপু মনিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছে না বলে আদালতের সিনিয়র আইনজীবী সলিম উল্যাহ সেলিমসহ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।
চাঁদপুর সদর মডেল থানা ও আদালত সূত্রে জানা গেছে, দীপু মনিসহ আওয়ামী লীগ ও তাঁর সিন্ডিকেটের লোকদের বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদপুর সদরে তিনটি মামলা হয়েছে। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন এবং অপর মামলার তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।
মামলাগুলোর মধ্যে প্রথম মামলাটি হচ্ছে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে এম সেনগুপ্ত রোডের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দীপু মনি ও তাঁর ভাই টিপুকে হুকুমের আসামি করে মামলা হয়।
দ্বিতীয় মামলা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হামলার ঘটনায় দীপু মনি, তাঁর ভাই জে আর ওয়াদুদ টিপু ও সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর অভিভাবক নুরুল ইসলাম খান।
চাঁদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক ভবন এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় তৃতীয় মামলাটি করা হয়েছে। এই মামলা করেন মোক্তার আহমেদ নামে এক ব্যক্তি।
দীপু মনিকে চাঁদপুর আদালতে হাজির করার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিম উল্লাহ সেলিম বলেন, ‘আজ তিন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য দীপু মনিকে চাঁদপুর আদালতে আনার কথা। দীর্ঘ ১৭ বছর তিনি ও তাঁর সিন্ডিকেট মানুষকে অনেক হয়রানি করেছেন। বিক্ষুব্ধ জনতা অপেক্ষায় আছে কবে তাঁকে আদালতে হাজির করা হবে। তবে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে এমন শঙ্কায় চাঁদপুর আদালতে হাজির বাতিল করা হয়েছে।’
সলিম উল্লাহ আরও বলেন, ‘দীপু মনি ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় চাঁদপুরে বিএনপি-জামায়াতের ২৩ জন পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা তাঁর বিচার, অত্যাচার, দুর্নীতি ও সীমা লঙ্ঘনের জন্য তাঁকে খুঁজছে। একই সঙ্গে দীপু মনি চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করেছেন। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা ও প্রবীণ আওয়ামী লীগের লোকজন তাঁকে খুঁজছেন এসব প্রশ্নের জবাব নিতে।’

শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য দীপু মনির বিরুদ্ধে তিন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তাঁকে আজ বুধবার গ্রেপ্তার দেখাতে চাঁদপুর আদালতে হাজির করার প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আইনজীবীসহ ভুক্তভোগীরা বলছেন, আদালতে আনা হলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিভিন্ন ক্ষোভের কারণে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে।
আজ বুধবার দীপু মনিকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হচ্ছে না বলে আদালতের সিনিয়র আইনজীবী সলিম উল্যাহ সেলিমসহ একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।
চাঁদপুর সদর মডেল থানা ও আদালত সূত্রে জানা গেছে, দীপু মনিসহ আওয়ামী লীগ ও তাঁর সিন্ডিকেটের লোকদের বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদপুর সদরে তিনটি মামলা হয়েছে। দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুকবুল হোসেন এবং অপর মামলার তদন্ত কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন।
মামলাগুলোর মধ্যে প্রথম মামলাটি হচ্ছে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে এম সেনগুপ্ত রোডের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় দীপু মনি ও তাঁর ভাই টিপুকে হুকুমের আসামি করে মামলা হয়।
দ্বিতীয় মামলা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হামলার ঘটনায় দীপু মনি, তাঁর ভাই জে আর ওয়াদুদ টিপু ও সেলিম মাহমুদসহ ৬২৪ জনকে আসামি করে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর অভিভাবক নুরুল ইসলাম খান।
চাঁদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশের সড়ক ভবন এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় তৃতীয় মামলাটি করা হয়েছে। এই মামলা করেন মোক্তার আহমেদ নামে এক ব্যক্তি।
দীপু মনিকে চাঁদপুর আদালতে হাজির করার বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী সলিম উল্লাহ সেলিম বলেন, ‘আজ তিন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য দীপু মনিকে চাঁদপুর আদালতে আনার কথা। দীর্ঘ ১৭ বছর তিনি ও তাঁর সিন্ডিকেট মানুষকে অনেক হয়রানি করেছেন। বিক্ষুব্ধ জনতা অপেক্ষায় আছে কবে তাঁকে আদালতে হাজির করা হবে। তবে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হতে পারে এমন শঙ্কায় চাঁদপুর আদালতে হাজির বাতিল করা হয়েছে।’
সলিম উল্লাহ আরও বলেন, ‘দীপু মনি ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় চাঁদপুরে বিএনপি-জামায়াতের ২৩ জন পুলিশের হাতে প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা তাঁর বিচার, অত্যাচার, দুর্নীতি ও সীমা লঙ্ঘনের জন্য তাঁকে খুঁজছে। একই সঙ্গে দীপু মনি চাঁদপুরের রাজনীতির সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করেছেন। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীরা ও প্রবীণ আওয়ামী লীগের লোকজন তাঁকে খুঁজছেন এসব প্রশ্নের জবাব নিতে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে