ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে চাঁদপুরের বিচারিক আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম তাঁদের কারাগারে পাঠান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলমগীর হোসেন বাদী হয়ে গত বছর চাঁদপুর জুডিশিয়াল আদালতে চাঁদাবাজির মামলা করেন। মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার, ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।
পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলেন, ‘আদালত থেকে দায়িত্ব পেয়ে মামলাটি তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিই।’
মামলার বাদী আলমগীর হোসেন বলেন, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ বৃহস্পতিবার আদালত মামলাটির শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে একই মামলার অন্য আসামিদের জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে চাঁদপুরের বিচারিক আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম তাঁদের কারাগারে পাঠান।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলমগীর হোসেন বাদী হয়ে গত বছর চাঁদপুর জুডিশিয়াল আদালতে চাঁদাবাজির মামলা করেন। মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার, ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনকে আসামি করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।
পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলেন, ‘আদালত থেকে দায়িত্ব পেয়ে মামলাটি তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিই।’
মামলার বাদী আলমগীর হোসেন বলেন, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আজ বৃহস্পতিবার আদালত মামলাটির শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। তবে একই মামলার অন্য আসামিদের জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে