Ajker Patrika

ফরিদগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৩২
ফরিদগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে পারভেজ হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর দুঃখীয়া পশ্চিম ইউনিয়নের চর চান্না গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ ওই গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আবু তাহের জানান, সোমবার রাত ৯টার দিকে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় পারভেজ। এ সময় তার গতিবিধি অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল না। পারভেজের মা তাসলিমা বেগম তাকে খাবার খাওয়ার জন্য একাধিকবার ডাকলেও সে দরজা না খোলার প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখে পারভেজ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক পারভেজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধার কয়ে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ