Ajker Patrika

নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরান বাজার ব্রিজের পশ্চিমে এবং পুরান বাজার ডিগ্রি কলেজের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করতে নৌ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালায়।

নিখোঁজ মো. জুনায়েদ পুরান বাজার কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। সে সাঁতার জানত না। নদীর পাড়ে বেঁধে রাখা নৌকা থেকে পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন দেখেন।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী।

তিনি বলেন, সংবাদ পেয়ে বেলা ২টা ৪০ মিনিট নৌ ফায়ার সার্ভিসর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কার্যক্রম শুরু করেন। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল। যৌথভাবে ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত