চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের অভিযোগে ১১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ কেজি জাটকা, দুটি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান অভিযানে অংশ নেওয়া চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়।
এ ঘটনায় রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে আটজনকে ৩ হাজার টাকা করে জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
আর্থিক দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. আল-আমিন, জাকির, খোকন, নুরুন্নবী, জয়নাল চৌকিদার, কামাল হোসেন, ইব্রাহীম সরদার ও কুদ্দুস আলী পেদা।
সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে ২ মার্চ টাস্কফোর্সের অভিযানে ছয় জেলেকে আটক করা হয়। তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ৫ হাজার টাকা করে জরিমানা করেন। পরদিন আটক হন দুই জেলে। তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ও সাজিদ হক আড়াই হাজার টাকা করে জরিমানা করেন।

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের অভিযোগে ১১ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ কেজি জাটকা, দুটি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান অভিযানে অংশ নেওয়া চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ১১ জেলেকে আটক করা হয়।
এ ঘটনায় রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আটক জেলেদের মধ্যে আটজনকে ৩ হাজার টাকা করে জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
আর্থিক দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. আল-আমিন, জাকির, খোকন, নুরুন্নবী, জয়নাল চৌকিদার, কামাল হোসেন, ইব্রাহীম সরদার ও কুদ্দুস আলী পেদা।
সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে ২ মার্চ টাস্কফোর্সের অভিযানে ছয় জেলেকে আটক করা হয়। তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন ৫ হাজার টাকা করে জরিমানা করেন। পরদিন আটক হন দুই জেলে। তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ ও সাজিদ হক আড়াই হাজার টাকা করে জরিমানা করেন।

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে