Ajker Patrika

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৩২

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৩২
আটককৃত কিশোরেরা। ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অভিযান চালিয়েছে সদর মডেল থানা-পুলিশ। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩২ জন কিশোরকে আটক করা হয়।

সোমবার (১৪ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

তিনি বলেন, কিশোর অপরাধে জড়িত সন্দেহে শহরের ছায়াবাণী মোড়, মিশন রোড মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালীবাড়ি প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। এসব এলাকা থেকে ৩২ জন কিশোরকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, যাচাই-বাছাই করে কিশোরদের প্রকৃত অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কিশোর অপরাধ বিষয়ে কাউন্সেলিং করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না—এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বিশেষ করে সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাসার বাইরে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত