Ajker Patrika

চাঁদপুরে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, চাঁদপুর
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪: ০৩
চাঁদপুরে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজর ৫৬৮। এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুরের সিভিল সার্জন অফিস সূত্র।

চাঁদপুরের সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গতকাল শুক্রবার ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের শরীরে করোনা হয়। এর মধ্যে চাঁদপুর সদরের ৪১, মতলব উত্তরের ৪, হাজীগঞ্জের ১ ও ফরিদগঞ্জের ৭ জন। শনাক্তের হার ৪২ দশমিক ৬ শতাংশ।

সূত্র আরও জানায়, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬৮। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৬৪ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২১ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন। এ ছাড়া জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন। 

চাঁদপুর সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত