ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে বিয়ের দাওয়াত দিতে স্বজনদের পিটিয়েছেন খোদ বর ও তাঁর বাবা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের সদস্যদের মারধর করেন।
মারধরের ঘটনায় বাবুলের স্ত্রী উষা রানী ও ছোট ভাই কিরণ রবি দাস আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী রবি দাস জানান, কয়েক মাস আগে তাঁর ছেলে সঞ্জিব রবিদাস ক্যানসার আক্রান্ত হয়। তাঁর চিকিৎসার জন্য জহরলালের কাছ থেকে ৯৫ হাজার টাকা ধার নেন তিনি। টাকা নেওয়ার ১৪–১৫ দিনের মাথায় ছেলে মারা যান। পরে ধারের টাকা শোধ করতে গেলে ১৮ দিনের জন্য তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করেন জহরলাল। এ সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ কারণে গতকাল শুক্রবার জহরলাল ও তাঁর ছেলে বিয়ের নিমন্ত্রণ দিতে এলে তাঁরা প্রত্যাখ্যান করেন। এ কারণে বাপ–বেটা মিলে তাঁদের বেদম মারধর করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরের বাবা জহরলাল বলেন, তাঁর ছেলে আকাশের বিয়ে উপলক্ষে ধর্মীয় আচার ও নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন। সবকিছু সুন্দরভাবে হলেও চাচাতো ভাই কিরণের খারাপ আচরণকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও মারামারি হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন জানান, বিষয়টি সমঝোতার লক্ষ্যে একটি সালিস বৈঠক ডাকা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে বিয়ের দাওয়াত দিতে স্বজনদের পিটিয়েছেন খোদ বর ও তাঁর বাবা। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের সদস্যদের মারধর করেন।
মারধরের ঘটনায় বাবুলের স্ত্রী উষা রানী ও ছোট ভাই কিরণ রবি দাস আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী রবি দাস জানান, কয়েক মাস আগে তাঁর ছেলে সঞ্জিব রবিদাস ক্যানসার আক্রান্ত হয়। তাঁর চিকিৎসার জন্য জহরলালের কাছ থেকে ৯৫ হাজার টাকা ধার নেন তিনি। টাকা নেওয়ার ১৪–১৫ দিনের মাথায় ছেলে মারা যান। পরে ধারের টাকা শোধ করতে গেলে ১৮ দিনের জন্য তাঁর কাছ থেকে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করেন জহরলাল। এ সময় তাঁকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিতও করা হয়। এ কারণে গতকাল শুক্রবার জহরলাল ও তাঁর ছেলে বিয়ের নিমন্ত্রণ দিতে এলে তাঁরা প্রত্যাখ্যান করেন। এ কারণে বাপ–বেটা মিলে তাঁদের বেদম মারধর করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরের বাবা জহরলাল বলেন, তাঁর ছেলে আকাশের বিয়ে উপলক্ষে ধর্মীয় আচার ও নিমন্ত্রণ দিতে গিয়েছিলেন। সবকিছু সুন্দরভাবে হলেও চাচাতো ভাই কিরণের খারাপ আচরণকে কেন্দ্র করে কথা–কাটাকাটি ও মারামারি হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন জানান, বিষয়টি সমঝোতার লক্ষ্যে একটি সালিস বৈঠক ডাকা হয়েছে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৩ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে