Ajker Patrika

কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮: ১৪
কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আতিক মজুমদার। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের চার দিন পর বিতারা ইউনিয়নের গোগড়ার বিলের মাছের প্রজেক্ট থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আতিক মজুমদার (২৬) উপজেলার বজুরী খোলা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোগড়ার বিলে পানি সেচের কাজ করেন আতিক মজুমদার। ৯ ডিসেম্বর ছোট ডিঙি নৌকায় সেচ মেশিনসহ প্রজেক্টের পশ্চিম পাশে আসার সময় নিখোঁজ হন তিনি। বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। গতকাল বুধবার তাঁর সন্ধান চেয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ওই বিলে আজ মাছের প্রজেক্টে তার লাশ ভাসমান অবস্থা দেখতে পান স্থানীয়রা।

আতিক মজুমদারের বাবা আব্দুল মতিন বলেন, ‘আতিক কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সঙ্গে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার গোগড়ার বিল থেকে আতিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত