ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৭০ জনের নাম উল্লেখসহ আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরই মধ্যে এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মফিজ উদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেছেন।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আনু সরকারের বাড়ি ও শেয়ালবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্তত চারজন পুলিশ সদস্য ও স্থানীয় এক সাংবাদিক আহত হন।
এরপর পুলিশ মামলা দায়ের করে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জরু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪০), হারুন মিয়ার ছেলে সজল মিয়া (২০), ইয়াছিন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও ইকবাল মিয়ার ছেলে জীবন (১৯)। গ্রেপ্তার আসামিদের আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে যাতে আর সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৭০ জনের নাম উল্লেখসহ আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরই মধ্যে এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মফিজ উদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেছেন।
জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আনু সরকারের বাড়ি ও শেয়ালবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্তত চারজন পুলিশ সদস্য ও স্থানীয় এক সাংবাদিক আহত হন।
এরপর পুলিশ মামলা দায়ের করে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জরু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪০), হারুন মিয়ার ছেলে সজল মিয়া (২০), ইয়াছিন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও ইকবাল মিয়ার ছেলে জীবন (১৯)। গ্রেপ্তার আসামিদের আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে যাতে আর সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে