Ajker Patrika

বাজেটে তরুণদের কর্মসংস্থানে শুভংকরের ফাঁকি: মেনন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৩, ২১: ২৯
বাজেটে তরুণদের কর্মসংস্থানে শুভংকরের ফাঁকি: মেনন

আগামী অর্থবছরের বাজেটে তরুণদের কর্মসংস্থানের কথা বলা হলেও সেখানে ‘শুভংকরের ফাঁকি’ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে জেলা যুব মৈত্রীর ষষ্ঠ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বাজেটে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে তরুণ সমাজকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে তুলতে হবে। কেবল বাজেটে নয়, সামগ্রিক ক্ষেত্রে তরুণদের সহায়তায় এগিয়ে আসতে হবে।’ 

তরুণদের কর্মসংস্থানের বিষয়ে ‘শুভংকরের ফাঁকি’ রয়েছে উল্লেখ করে মেনন বলেন, ‘বাজেটে তরুণদের কর্মসংস্থানের কথা বলা হলেও, সেই অঙ্কে রয়েছে শুভংকরের ফাঁকি। সেখানে কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা আমরা পাই না। কারণ, বেসরকারি খাতে যখন বিনিয়োগ কমে যায়, তখন কর্মসংস্থানের সুযোগ হয় না।’

মেনন আরও বলেন, ‘আমরা অতীতের অর্জন নিয়ে কথা বলছি, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছি। কিন্তু বর্তমানের দুঃস্বপ্ন দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, অপসংস্কৃতির ছোবল, সাম্প্রদায়িক মৌলবাদের আক্রমণ, সেখানে দাঁড়িয়ে বাজেটে স্মার্ট বাংলাদেশের কথা বলতে পারি না।’

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান। এতে জেলা যুব মৈত্রীর আহ্বায়ক মো. নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, বাংলাদেশ যুব মৈত্রীর চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রুবেল, বিজয়নগর ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও জেলা যুব মৈত্রীর সদস্যসচিব ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত