Ajker Patrika

জমি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ, ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৪৬) নামের এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে মহিম (১৪) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী। মানিক মিয়া বলেন, ‘আমার ভাই রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎভাই জুয়েল মিয়া, চাচা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। তারা জোর করে আমার পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এর প্রতিবাদ করায় দুই সপ্তাহ আগে তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করেছে। আমি এখনো হাসপাতালে।’

মানিক মিয়া আরও বলেন, ‘আজ ভোরে তারা আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে ঘরে ছিল। তারা আমার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে জখম করেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে স্ত্রীর মৃত্যু হয়।’

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত