Ajker Patrika

নবীনগরে বালুবাহী নৌকার ধাক্কায় কিশোরের মৃত্যু

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
নবীনগরে বালুবাহী নৌকার ধাক্কায় কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে আজ বুধবার দুপুরে বালুবাহী নৌকার ধাক্কায় লামিম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। লামিম নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে।

লামিমের বন্ধুরা জানায়, লামিম খান তাদের সঙ্গে তিতাস নদীতে গোসল করতে নামে। এ সময় দুই নৌকার মাঝখানে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, ‘বালুবাহী নৌকার ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত