ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। যাচাই-বাছাই শেষে ১৩ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম।
হলফনামায় স্বাক্ষর না থাকা, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণা করা ৮ প্রার্থী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত ও সদ্য সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ এবং জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১৩টি মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে ত্রুটি পেয়েছি। তাই সেগুলো বাতিল করা হয়। বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাঁরা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তাঁরা আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’
কেন্দ্রীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য ৬ সংসদ সদস্যের সঙ্গে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াও। ফলে এই আসনটি শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। যাচাই-বাছাই শেষে ১৩ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম।
হলফনামায় স্বাক্ষর না থাকা, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণা করা ৮ প্রার্থী হলেন বিএনপি থেকে বহিষ্কৃত ও সদ্য সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ এবং জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১৩টি মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে ত্রুটি পেয়েছি। তাই সেগুলো বাতিল করা হয়। বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাঁরা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তাঁরা আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’
কেন্দ্রীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য ৬ সংসদ সদস্যের সঙ্গে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াও। ফলে এই আসনটি শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২৪ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে