নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার একদিন পর তাঁর ভাবিও বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরকীয়া সম্পর্কের জের দুজনের মৃত্যুর কারণ বলে অভিযোগ রয়েছে। স্বামীর এ অনৈতিক প্রেম ঠেকাতে না পেরে গত রোববার গৃহবধূ জরিনা (২৮) বিষপান করেন এবং একদিন পর আজ মঙ্গলবার ওই গৃহবধূর ভাবি বিপাশা বেগমও (৩০) বিষপান করে আত্মহত্যা করছেন বলে জানা গেছে।
এ ঘটনা ঘটে নাসিরনগর উপজেলার নাসিরপুর ও দাঁতমন্ডল গ্রামে। মৃত জরিনা বেগম ও বিপাশা বেগম সম্পর্কে পর্যায়ক্রমে ননদ ও ভাবি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের আক্তার মিয়ার স্ত্রী জরিনা বেগম। তিনি একই ইউনিয়নের দাতমন্ডল গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে। অপরদিকে নিহত বিপাশা বেগম কিশোরগঞ্জর জেলার অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি নিহত জরিনার ভাই মতিন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জরিনার স্বামী আক্তার মিয়া ও তাঁর ভাবি বিপাশার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। স্বামীর প্রেমের বিষয়টি জানতে পেরে গত রোববার জরিনা ইঁদুর মারা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বামী আক্তার মিয়া নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে জরিনা বিকেল চারটার দিকে মারা যায়।
এদিকে জরিনার মৃত্যুর রেশ না কাটতেই নিহত জরিনার ভাবি বিপাশা বেগম আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকেও পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদরে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে তাঁরও মৃত্যু হয়। একদিনের ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত জরিনার স্বামী আক্তার মিয়ার সঙ্গে কথা হলে তিনি পরকীয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল।’
এদিকে মৃত বিপাশার স্বামী মতিন মিয়ার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে তাঁর বাবা মঞ্জু মিয়ার সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে জরিনা কি কারণে মারা গেছে সেটা এখন বলা যাবে না। তবে বিষয়টি স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা চলছে।’
আপনার ছেলের বউ–বিপাশা কেন বিষপানে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমার মাথা গরম আপনি পরে কথা বলেন’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
নিহত গৃহবধূ জরিনার মা মনোয়ারা বেগমের দাবি, ‘তার ছেলের বউ বিপাশা ও মেয়ের স্বামী আক্তার মিয়া সাথে অনৈতিক সম্পর্ক ছিল। তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে আক্তারকে আমাদের বাড়িতে আসতে মানা করেছিল আমার মেয়ে জরিনা। কিন্তু আক্তার সে কথা শোনেনি। আমাদের না জানিয়ে রাতে আঁধারে বাড়িতে এসেছে। এরপরই আমার মেয়ে গত রোববার বিষপানে আত্মহত্যা করেছে।’
দাঁতমন্ডল গ্রামে আক্তার হোসেনের প্রতিবেশী হোসনে আরা বেগম বলেন, ‘নিহত জরিনার ভাবি বিপাশা ও আক্তারের মধ্যেকার এই অনৈতিক সম্পর্ক নিয়ে গ্রামে এর আগে ৫–৬ বার বিচার সালিসও হয়েছে।’
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘গত রোববার জরিনা বেগম নামে এক গৃহবধূ ইঁদুরের বিষপানে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। পরে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আজকে (মঙ্গলবার) জরিনার ভাবি বিপাশা বেগমও বিষপানে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার একদিন পর তাঁর ভাবিও বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরকীয়া সম্পর্কের জের দুজনের মৃত্যুর কারণ বলে অভিযোগ রয়েছে। স্বামীর এ অনৈতিক প্রেম ঠেকাতে না পেরে গত রোববার গৃহবধূ জরিনা (২৮) বিষপান করেন এবং একদিন পর আজ মঙ্গলবার ওই গৃহবধূর ভাবি বিপাশা বেগমও (৩০) বিষপান করে আত্মহত্যা করছেন বলে জানা গেছে।
এ ঘটনা ঘটে নাসিরনগর উপজেলার নাসিরপুর ও দাঁতমন্ডল গ্রামে। মৃত জরিনা বেগম ও বিপাশা বেগম সম্পর্কে পর্যায়ক্রমে ননদ ও ভাবি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের আক্তার মিয়ার স্ত্রী জরিনা বেগম। তিনি একই ইউনিয়নের দাতমন্ডল গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে। অপরদিকে নিহত বিপাশা বেগম কিশোরগঞ্জর জেলার অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি নিহত জরিনার ভাই মতিন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জরিনার স্বামী আক্তার মিয়া ও তাঁর ভাবি বিপাশার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। স্বামীর প্রেমের বিষয়টি জানতে পেরে গত রোববার জরিনা ইঁদুর মারা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বামী আক্তার মিয়া নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে জরিনা বিকেল চারটার দিকে মারা যায়।
এদিকে জরিনার মৃত্যুর রেশ না কাটতেই নিহত জরিনার ভাবি বিপাশা বেগম আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকেও পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদরে যাওয়ার পথে দুপুর দুইটার দিকে তাঁরও মৃত্যু হয়। একদিনের ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত জরিনার স্বামী আক্তার মিয়ার সঙ্গে কথা হলে তিনি পরকীয়ার বিষয়টি অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল।’
এদিকে মৃত বিপাশার স্বামী মতিন মিয়ার সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি। পরে তাঁর বাবা মঞ্জু মিয়ার সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ে জরিনা কি কারণে মারা গেছে সেটা এখন বলা যাবে না। তবে বিষয়টি স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা চলছে।’
আপনার ছেলের বউ–বিপাশা কেন বিষপানে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমার মাথা গরম আপনি পরে কথা বলেন’ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
নিহত গৃহবধূ জরিনার মা মনোয়ারা বেগমের দাবি, ‘তার ছেলের বউ বিপাশা ও মেয়ের স্বামী আক্তার মিয়া সাথে অনৈতিক সম্পর্ক ছিল। তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে আক্তারকে আমাদের বাড়িতে আসতে মানা করেছিল আমার মেয়ে জরিনা। কিন্তু আক্তার সে কথা শোনেনি। আমাদের না জানিয়ে রাতে আঁধারে বাড়িতে এসেছে। এরপরই আমার মেয়ে গত রোববার বিষপানে আত্মহত্যা করেছে।’
দাঁতমন্ডল গ্রামে আক্তার হোসেনের প্রতিবেশী হোসনে আরা বেগম বলেন, ‘নিহত জরিনার ভাবি বিপাশা ও আক্তারের মধ্যেকার এই অনৈতিক সম্পর্ক নিয়ে গ্রামে এর আগে ৫–৬ বার বিচার সালিসও হয়েছে।’
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘গত রোববার জরিনা বেগম নামে এক গৃহবধূ ইঁদুরের বিষপানে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। পরে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আজকে (মঙ্গলবার) জরিনার ভাবি বিপাশা বেগমও বিষপানে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে