Ajker Patrika

নবীনগরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ০৫ জুন ২০২৫, ১২: ১৬
নবীনগরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ যাত্রী নিহত
দুর্ঘটনায় নিহতের লাশ নবীনগর থানায় আনলে সেখানে লোকজন জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ জুন) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার-এতিমখানার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদনগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী দুরন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আরও দুজন গুরুতর আহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের ড্রাইভার পালিয়ে যায়। লাশগুলো উদ্ধার করে নবীনগর থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত