বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরের স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাগর তালুকদার (৩৫) ও তাঁর সহযোগী স্বপন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাজাহানপুর থানায় মামলাটি করেন সাগরের বড় বোন রোকসানা আকতার বর্ষা। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক ও আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীকে। এ ছাড়া যুবলীগ কর্মী ছোট শাহীন, স্থানীয় বিএনপি কর্মী ও সাগরের চাচা পান্নু তালুকদার এবং বিএনপির কর্মী আব্দুল জলিল মামলার অন্যতম আসামি হিসেবে আছেন।
মামলার বাদী রোকসানা বলেন, অন্য আসামিরা আওয়ামী লীগ নেতা আলী এবং বিএনপি কর্মী পান্নুর সহযোগী। গত বছরের ২ সেপ্টেম্বর সাবরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পারভেজ হত্যার জেরে সাগরকে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার সময় সাগর জেলখানায় ছিলেন। তারপরও পারভেজ হত্যায় সাগরকে দায়ী করা হয়।
এদিকে সাগর হত্যার পর আসামিরা সাগরের বাড়িঘরে আগুন দেবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে বাদী অভিযোগ করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ বলেন, মামলা হওয়ার আগে কেউ হুমকি দিলেও দিতে পারে। তবে এখন আর এ ধরনের আশঙ্কা নেই। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর আশেকপুর ইউনিয়নের সবরুল ছোট মণ্ডলপাড়ার রাস্তায় সাগর ও স্বপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে চারটি হত্যাসহ চাঁদাবাজি, মাদক, ছিনতাই, অপহরণের অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

বগুড়ার শাজাহানপুরের স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাগর তালুকদার (৩৫) ও তাঁর সহযোগী স্বপন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাজাহানপুর থানায় মামলাটি করেন সাগরের বড় বোন রোকসানা আকতার বর্ষা। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক ও আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীকে। এ ছাড়া যুবলীগ কর্মী ছোট শাহীন, স্থানীয় বিএনপি কর্মী ও সাগরের চাচা পান্নু তালুকদার এবং বিএনপির কর্মী আব্দুল জলিল মামলার অন্যতম আসামি হিসেবে আছেন।
মামলার বাদী রোকসানা বলেন, অন্য আসামিরা আওয়ামী লীগ নেতা আলী এবং বিএনপি কর্মী পান্নুর সহযোগী। গত বছরের ২ সেপ্টেম্বর সাবরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পারভেজ হত্যার জেরে সাগরকে হত্যা করা হয়েছে। পারভেজ হত্যার সময় সাগর জেলখানায় ছিলেন। তারপরও পারভেজ হত্যায় সাগরকে দায়ী করা হয়।
এদিকে সাগর হত্যার পর আসামিরা সাগরের বাড়িঘরে আগুন দেবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে বাদী অভিযোগ করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ বলেন, মামলা হওয়ার আগে কেউ হুমকি দিলেও দিতে পারে। তবে এখন আর এ ধরনের আশঙ্কা নেই। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর সন্ধ্যার পর আশেকপুর ইউনিয়নের সবরুল ছোট মণ্ডলপাড়ার রাস্তায় সাগর ও স্বপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সাগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে চারটি হত্যাসহ চাঁদাবাজি, মাদক, ছিনতাই, অপহরণের অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
৯ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৪ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩৮ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে