বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর থানায় মারপিটের অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পিলু মন্ডল (৩৭)। তিনি শহরের খান্দার বিলের পশ্চিমপাড় এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় এক হাত হারানো পিলু মণ্ডল খান্দার থ্রিস্টার মোড়ে ‘গোস্ত সমিতি’ নামের ব্যবসা পরিচালনা করেন।
পিলু মণ্ডল অভিযোগ করেন, তাঁর ব্যবসার জন্য থ্রিস্টার মোড়ে একটি দোকান আছে। মাঝে মাঝেই এলাকার কিছু বখাটে ও সন্ত্রাসী তার সেই দোকানে গিয়ে টাকা পয়সা দাবি করে। তাদের দাবি পূরণ না করলেই মারপিটসহ হুমকি দেয়। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ অন্তত ৯ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর দোকানে যায়। তাদের সঙ্গে কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করায় এলাকার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলে। তিনি তাঁর ছোট ভাই মুকুটের মোটরসাইকেলে থানায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের মধ্যে তিনজন তাঁদের পিছু নেয়। থানায় পৌঁছে বিষয়টি ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে পুলিশ বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে তার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিদায় করে বলে জানান তিনি।
থানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই তাঁদের অনুসরণ করা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে ইয়াকুবিয়া মোড়ে চলন্ত মোটরসাইকেলেই তাঁর (পিলু) কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে।
পিলু বলেন, সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সন্ত্রাসীদের মধ্যে তরু নামের একজন তার ছোট ভাইয়ের মোবাইলে ফোনে কলে দেয়। ফোনে সে হুমকি দেয় তার ভাইকে থানায় নিয়ে গিয়ে কোনো অভিযোগ করলে তাকে (ছোট ভাই) কুপিয়ে হত্যা করবে।
এক দফা মারপিট করার পর দ্বিতীয় দফা ছুরিকাঘাত করার বিষয়টি তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো অভিযোগই থানায় মামলা হিসেবে গ্রহণ বা হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পিলু মন্ডলের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

বগুড়া সদর থানায় মারপিটের অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পিলু মন্ডল (৩৭)। তিনি শহরের খান্দার বিলের পশ্চিমপাড় এলাকার আব্দুল জলিল মন্ডলের ছেলে। ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় এক হাত হারানো পিলু মণ্ডল খান্দার থ্রিস্টার মোড়ে ‘গোস্ত সমিতি’ নামের ব্যবসা পরিচালনা করেন।
পিলু মণ্ডল অভিযোগ করেন, তাঁর ব্যবসার জন্য থ্রিস্টার মোড়ে একটি দোকান আছে। মাঝে মাঝেই এলাকার কিছু বখাটে ও সন্ত্রাসী তার সেই দোকানে গিয়ে টাকা পয়সা দাবি করে। তাদের দাবি পূরণ না করলেই মারপিটসহ হুমকি দেয়। গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ অন্তত ৯ জনের একটি সংঘবদ্ধ দল তাঁর দোকানে যায়। তাদের সঙ্গে কোনো কথা বলার আগেই তারা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তিনি চিৎকার শুরু করায় এলাকার লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে বলে। তিনি তাঁর ছোট ভাই মুকুটের মোটরসাইকেলে থানায় যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের মধ্যে তিনজন তাঁদের পিছু নেয়। থানায় পৌঁছে বিষয়টি ডিউটি অফিসারকে অবহিত করেন। তবে পুলিশ বিষয়টিতে তেমন গুরুত্ব না দিয়ে তার কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে বিদায় করে বলে জানান তিনি।
থানা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে আগে থেকেই তাঁদের অনুসরণ করা সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে ইয়াকুবিয়া মোড়ে চলন্ত মোটরসাইকেলেই তাঁর (পিলু) কোমরের ডান পাশে ছুরিকাঘাত করে।
পিলু বলেন, সেখান থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় সন্ত্রাসীদের মধ্যে তরু নামের একজন তার ছোট ভাইয়ের মোবাইলে ফোনে কলে দেয়। ফোনে সে হুমকি দেয় তার ভাইকে থানায় নিয়ে গিয়ে কোনো অভিযোগ করলে তাকে (ছোট ভাই) কুপিয়ে হত্যা করবে।
এক দফা মারপিট করার পর দ্বিতীয় দফা ছুরিকাঘাত করার বিষয়টি তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো অভিযোগই থানায় মামলা হিসেবে গ্রহণ বা হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করতে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পিলু মন্ডলের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৭ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৩ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে