শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে একটি মাদ্রাসার বাথরুমের এক ছাত্র অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে ওই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ওই মাদ্রাসাছাত্রের গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে শেরপুর শহরের অদূরে একটি ভাড়া ভবনে পরিচালিত তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।
ওই মাদ্রাসাছাত্রের নাম—কাউসার ইসলাম (৮)। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামের কৃষক ফরিদুল ইসলামের ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার নূরানী কায়দায় প্রথম শ্রেণির ছাত্র ছিল কাউসার। বুধবার সকাল আনুমানিক ৭টায় এই হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে কাউসার ইসলামকে সচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাদ্রাসার আরেক ছাত্র ফজলুল করিম (১৫)। এ ঘটনা মাদ্রাসার শিক্ষকদের জানানো হলে তাকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নেওয়ার পর চিকিৎসক কাউসার ইসলামকে মৃত ঘোষণা করেন।
এই মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ জানান, শিশু কাউসারকে যখন বাথরুমে পাওয়া যায়, তখন ছিল সকালের নাশতার বিরতি চলছিল। মৃত্যুর সঠিক কারণ তারাও জানেন না।
এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক মিথুন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউসারকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে। কাউসারের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।’
এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই শিশু দড়ি নিয়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত কাউসারের মৃত্যু হয়। তদন্তের স্বার্থে এখনই অপর শিশুটির নাম প্রকাশ করা যাচ্ছে না। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বগুড়ার শেরপুরে একটি মাদ্রাসার বাথরুমের এক ছাত্র অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে ওই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ওই মাদ্রাসাছাত্রের গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার সকালে শেরপুর শহরের অদূরে একটি ভাড়া ভবনে পরিচালিত তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।
ওই মাদ্রাসাছাত্রের নাম—কাউসার ইসলাম (৮)। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামের কৃষক ফরিদুল ইসলামের ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার নূরানী কায়দায় প্রথম শ্রেণির ছাত্র ছিল কাউসার। বুধবার সকাল আনুমানিক ৭টায় এই হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে কাউসার ইসলামকে সচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাদ্রাসার আরেক ছাত্র ফজলুল করিম (১৫)। এ ঘটনা মাদ্রাসার শিক্ষকদের জানানো হলে তাকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নেওয়ার পর চিকিৎসক কাউসার ইসলামকে মৃত ঘোষণা করেন।
এই মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ জানান, শিশু কাউসারকে যখন বাথরুমে পাওয়া যায়, তখন ছিল সকালের নাশতার বিরতি চলছিল। মৃত্যুর সঠিক কারণ তারাও জানেন না।
এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক মিথুন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউসারকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে। কাউসারের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।’
এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই শিশু দড়ি নিয়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত কাউসারের মৃত্যু হয়। তদন্তের স্বার্থে এখনই অপর শিশুটির নাম প্রকাশ করা যাচ্ছে না। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে