Ajker Patrika

শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে মো. নয়ন (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নয়ন ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নয়নের মা কল্পনা খাতুন বলেন, ‘পূজার ছুটিতে নয়ন বাড়ি এসেছিল। গতকাল সোমবার রাতে সে আমার কাছে কিছু টাকা চায়। আমি দিতে অস্বীকার করলে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতের খাবার খেয়ে সে নিজের ঘরে ঘুমাতে যায়। সকাল ৮টার দিকে তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করি। এ সময় তার ঝুলন্ত দেহ দেখতে পাই। পরে আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তার লাশ নামায়।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নয়ন তার নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত