Ajker Patrika

বগুড়ায় পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণ, উড়ে গেল ঘরের চাল 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণ, উড়ে গেল ঘরের চাল 

বগুড়ায় পটকা তৈরির সরঞ্জাম বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আজ শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভাটকান্দি এলাকায় মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে ওই বাড়িতে পটকা তৈরির কাজ করেন। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুত করা ছিল। বেলা দেড়টার দিকে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের টিনের চালা উড়ে বাইরে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি ছাগল নিয়ে মাঠে ছিলেন। খোকনও বাড়িতে ছিল না। এ ঘটনার পর খোকন পলাতক রয়েছেন। 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে প্রচণ্ড রোদ এবং গরমে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। 

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দি সংলগ্ন মালতিনগর নামা পাড়ায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তার টিনশেড বাড়ির তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে রেজাউল করিমসহ চারজন দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা (১৪) নামের এক স্কুলছাত্রী মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত