Ajker Patrika

শেরপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
মৃত স্কুলছাত্র সাদাত হোসেন। ছবি: সংগৃহীত
মৃত স্কুলছাত্র সাদাত হোসেন। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে সাদাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

সাদাত ধুনট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা একই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে নানার বাড়ি শেরপুরের সূত্রাপুর গ্রামে বেড়াতে আসে সাদাত। সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে পড়ে যায় সে। নদীর পানি কম থাকলেও পাশে গভীর খাদ থাকায় ডুবে যায়। শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদাতের নানা মোখলেসুর রহমান বলেন, ‘সকালবেলা আমাদের অজান্তেই সাদাত বাড়ি থেকে বেরিয়ে যায়। নদীতে তেমন স্রোত ছিল না, কিন্তু সে সাঁতার জানত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...