ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অপহরণের ঘটনা ঘটে। ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নাটোর জেলার সিংড়া থানার তালহারা গ্রামের মোজাহার আলীর ছেলে নুর মোহাম্মদ সাগর (২৬), ধুনট উপজেলার নিমগাছি সরকার পাড়ার আলেম সরকারের ছেলে বাটুল সরকার (৪৫) ও হাসখালী গ্রামের আজাহার আলীর ছেলে মেহের আলী (৪৮)।
আজ শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ব্যক্তিদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাটুল সরকার একজন পেশাদার ঘটক। তিনি বিথী খাতুনের পরিবারের কাছে নুর মোহাম্মদ সাগরের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। গত ১৬ জুন বাটুল সরকার, নুর মোহাম্মদ সাগর, মেহের আলী ও ফুয়ারা খাতুন পাত্রী বিথী খাতুনকে তাঁদের বাড়িতে দেখতে যান। গত ২০ জুন সকাল ৮টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের তিনমাথা এলাকায় বিথি খাতুনকে একা পেয়ে তারা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বড় ভাই রাকিবুল হাসান বিটুল বাদী হয়ে নারী নির্যাতন ও দমন আইনে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা বলেন, ‘অপহৃত তরুণীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অপহরণের ঘটনা ঘটে। ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নাটোর জেলার সিংড়া থানার তালহারা গ্রামের মোজাহার আলীর ছেলে নুর মোহাম্মদ সাগর (২৬), ধুনট উপজেলার নিমগাছি সরকার পাড়ার আলেম সরকারের ছেলে বাটুল সরকার (৪৫) ও হাসখালী গ্রামের আজাহার আলীর ছেলে মেহের আলী (৪৮)।
আজ শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ব্যক্তিদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বাটুল সরকার একজন পেশাদার ঘটক। তিনি বিথী খাতুনের পরিবারের কাছে নুর মোহাম্মদ সাগরের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। গত ১৬ জুন বাটুল সরকার, নুর মোহাম্মদ সাগর, মেহের আলী ও ফুয়ারা খাতুন পাত্রী বিথী খাতুনকে তাঁদের বাড়িতে দেখতে যান। গত ২০ জুন সকাল ৮টার দিকে উপজেলার সোনাহাটা বাজারের তিনমাথা এলাকায় বিথি খাতুনকে একা পেয়ে তারা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বড় ভাই রাকিবুল হাসান বিটুল বাদী হয়ে নারী নির্যাতন ও দমন আইনে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা বলেন, ‘অপহৃত তরুণীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২৪ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে