ভোলা সংবাদদাতা

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেছেন। ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ রোববার বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাইয়েবুর রহমান।
এর আগে মাত্র এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।
দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও হাসপাতালের স্টাফদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছেন।
এ সময় কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তমকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে ওই কক্ষের সামনে বিক্ষোভ–মিছিল করেছেন এবং অবস্থান ধর্মঘট পালন করেন।
বিকেলে তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম আগামী ২-৪ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেছেন। ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ রোববার বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাইয়েবুর রহমান।
এর আগে মাত্র এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।
দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও হাসপাতালের স্টাফদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছেন।
এ সময় কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তমকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে ওই কক্ষের সামনে বিক্ষোভ–মিছিল করেছেন এবং অবস্থান ধর্মঘট পালন করেন।
বিকেলে তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম আগামী ২-৪ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২০ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৭ মিনিট আগে