Ajker Patrika

লঞ্চঘাটে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

ভোলা সংবাদদাতা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ৪০
লঞ্চঘাটে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

লঞ্চঘাটে চাঁদাবাজির মামলায় ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার শহরের গাজীপুর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সদর মডেল থানায় ইলিশা লঞ্চঘাটের ব্যবস্থাপক মো. মহসিন ঘরামি ছাত্রলীগ নেতা জাকারিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের নেতা জাকারিয়া গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মামলার বাদী ঘাট ব্যবস্থাপক মো. মহসিন ঘরামি তাঁকে নগদ ২ লাখ টাকা দেন। বাকি ৩ লাখ টাকার জন্য জাকারিয়া ঘাটের কর্মী ফারুককে মারধর করেন। কোনো উপায় না দেখে বাদী সদর মডেল থানায় ছাত্রলীগের নেতা জাকারিয়া ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, এই মামলায় পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। পুলিশ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ছাত্রলীগের নেতা জাকারিয়াকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত