মো. মিরাজ হোসাইন, দৌলতখান (ভোলা)

দৌলতখানে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিধি-নিষেধ অমান্য করার অপরাধে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জরিমানার আওতায় আনা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায় অংশ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
কোভিড-১৯ সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর লকডাউনের প্রথম দিন ও আজ দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অভিযান চালিয়ে যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণে তাঁরা কাজ করছে। সড়কগুলোতে রিকশা চলাচল আগের মতই স্বাভাবিক ছিল। তবে ব্যাটারিচালিত বোরাক ততটা দেখা যায়নি।
এদিকে সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জরুরি কারণ ছাড়া কেউ ঘর থেকে বের হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সরকার। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে দিচ্ছে না তারা। রাস্তায় কাউকে দেখা গেলেই কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, নানা প্রশ্ন করে যৌক্তিক উত্তর দিতে পারলে গন্তব্যস্থানে যেতে দিচ্ছেন। অন্যথায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।
রিকশা-ভ্যান, জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন। বন্ধ আছে সব ধরনের দোকানপাট, শপিংমল। তবে কাঁচাবাজারগুলো খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি পূর্বের মত দেখা যায়নি। সপ্তাহব্যাপী লকডাউনে দুশ্চিন্তায় রয়েছে দৌলতখান উপজেলার চরাঞ্চলসহ স্বল্প আয়ের মানুষগুলো। তবে অত্যধিক দুশ্চিন্তায় আছেন নিম্নমধ্যবিত্ত মানুষগুলো। পরিবারগুলোর দুশ্চিন্তার শেষ নেই। দুঃখ কষ্টে দিন কাটলেও কারো কাছে হাত পাতাও তাদের পক্ষে সম্ভব নয়।
ক্ষুদ্র ফল ব্যবসায়ী জামাল হোসেন জানান, আমি একজন দিনমজুর। আম বিক্রি করে পরিবারের জন্য দুই মুঠো ভাতের ব্যবস্থা করি। আমার অন্য কোনো আয়ের উৎস নেই। লকডাউনের কারণে বাজারে আম বিক্রি করতে পারছি না। যার কারণে আমার পরিবারের ভরণ-পোষণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার জানান, লকডাউনে কঠোর অবস্থানে আছে প্রশাসন। সরকারের বিধি-নিষেধ কঠোরভাবে কার্যকর করা হবে। এরই মধ্যে দৌলতখানের হাট-বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান পরিচালনা হচ্ছে। প্রশাসন সর্বাত্মক লকডাউন সফল করতে তৎপর রয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দৌলতখানে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিনে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিধি-নিষেধ অমান্য করার অপরাধে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জরিমানার আওতায় আনা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায় অংশ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
কোভিড-১৯ সংক্রমণ রোধে দেশজুড়ে কঠোর লকডাউনের প্রথম দিন ও আজ দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অভিযান চালিয়ে যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণে তাঁরা কাজ করছে। সড়কগুলোতে রিকশা চলাচল আগের মতই স্বাভাবিক ছিল। তবে ব্যাটারিচালিত বোরাক ততটা দেখা যায়নি।
এদিকে সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জরুরি কারণ ছাড়া কেউ ঘর থেকে বের হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সরকার। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ। বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হতে দিচ্ছে না তারা। রাস্তায় কাউকে দেখা গেলেই কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, নানা প্রশ্ন করে যৌক্তিক উত্তর দিতে পারলে গন্তব্যস্থানে যেতে দিচ্ছেন। অন্যথায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।
রিকশা-ভ্যান, জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন। বন্ধ আছে সব ধরনের দোকানপাট, শপিংমল। তবে কাঁচাবাজারগুলো খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি পূর্বের মত দেখা যায়নি। সপ্তাহব্যাপী লকডাউনে দুশ্চিন্তায় রয়েছে দৌলতখান উপজেলার চরাঞ্চলসহ স্বল্প আয়ের মানুষগুলো। তবে অত্যধিক দুশ্চিন্তায় আছেন নিম্নমধ্যবিত্ত মানুষগুলো। পরিবারগুলোর দুশ্চিন্তার শেষ নেই। দুঃখ কষ্টে দিন কাটলেও কারো কাছে হাত পাতাও তাদের পক্ষে সম্ভব নয়।
ক্ষুদ্র ফল ব্যবসায়ী জামাল হোসেন জানান, আমি একজন দিনমজুর। আম বিক্রি করে পরিবারের জন্য দুই মুঠো ভাতের ব্যবস্থা করি। আমার অন্য কোনো আয়ের উৎস নেই। লকডাউনের কারণে বাজারে আম বিক্রি করতে পারছি না। যার কারণে আমার পরিবারের ভরণ-পোষণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার জানান, লকডাউনে কঠোর অবস্থানে আছে প্রশাসন। সরকারের বিধি-নিষেধ কঠোরভাবে কার্যকর করা হবে। এরই মধ্যে দৌলতখানের হাট-বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় অভিযান পরিচালনা হচ্ছে। প্রশাসন সর্বাত্মক লকডাউন সফল করতে তৎপর রয়েছে। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে