নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক।
দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।

ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক।
দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে