নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক।
দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।

ফেসবুকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভুয়া আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাওহীদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত শনিবার ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক।
দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপকমিশনার আলী আশরাফ বলেন, একটি জাতীয় দৈনিকের লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে ছয়টি পদের জন্য একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষরও ব্যবহার করা হয়।
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে ‘জব ইন বরিশাল’ নামে ফেসবুক গ্রুপে সিটি করপোরেশনের একটি ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইলে সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি বিসিসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
মো. আলী আশরাফ ভূঞা বলেন, এ নিয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশের সঙ্গে বিএমপির সাইবার ইউনিট যৌথভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ৮ জুন কোতোয়ালি মডেল থানা-পুলিশের পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি দল ময়মনসিংহে যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তাওহীদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও ছয়টি সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাওহীদ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের ব্যবস্থাপনা পরিচালক ও নড়াইল আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের জাল স্বাক্ষর দিয়ে ছয়টি করে মোট ১২টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন। এর মাধ্যমে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘এখন পর্যন্ত তাঁর ছয়টি সিমের একটিতে লাখ টাকার মতো লেনদেনের তথ্য আমাদের কাছে আছে। বাকি সিমসহ অন্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র নানাভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে জনগণ বিভ্রান্তিতে পড়ছেন।’ প্রশাসন এদের কঠোর হস্তে দমন করবে বলে তিনি মনে করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৬ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে