Ajker Patrika

ভোলায় সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক 

ভোলা প্রতিনিধি
ভোলায় সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক 

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার সকাল থেকে ভোলার সব নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে জেলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৯টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন ভোলা থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুর থেকে প্রথম ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিতভাবে এ রুটে ফেরি চলাচল করছে।

পারভেজ খান আরও জানান, বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ি আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে।

উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে এবং ভোলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর গত শুক্রবার মধ্যরাত থেকে ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে তিন দিন ধরে একরকম অবরুদ্ধ থাকে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ১৪ লাখ মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত