তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ সোমবার সকাল থেকে ভোলার সব নৌ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৪টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচলা শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে জেলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল ৯টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন ভোলা থেকে সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান আজকের পত্রিকাকে জানান, সোমবার সকাল সাড়ে ৪টা থেকে লক্ষ্মীপুর থেকে প্রথম ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিতভাবে এ রুটে ফেরি চলাচল করছে।
পারভেজ খান আরও জানান, বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ি আছে এগুলো এক দিনের মধ্যে পারাপার করা যাবে।
উল্লেখ্য, ঘূর্ণঝড় মোখার প্রভাবে এবং ভোলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর গত শুক্রবার মধ্যরাত থেকে ভোলার সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে করে তিন দিন ধরে একরকম অবরুদ্ধ থাকে দেশের একমাত্র উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ১৪ লাখ মানুষ।

বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে