
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তাঁর বড় ভাই আবু তাহের খাঁন পটুয়াখালীর বাউফল উপজেলায় নৌকা প্রতীকের প্রতিপক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগামী ১১ নভেম্বর বাউফলের সূর্যমণি ও নওমালা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওমালা ইউনিয়নে সিইসি কেএম নুরুল হুদার গ্রামের বাড়ি। সেখানে আসন্ন নির্বাচনে মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) শাহজাদা হাওলাদারের (ঘোড়া) মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটারেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তফছিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বড় ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের পক্ষে কাজ করছেন। সম্প্রতি নওমালায় একটি অনুষ্ঠানে তাহের খান স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারকে উপস্থিত জনসাধারণের মাঝে পরিচয় করিয়ে দিয়ে দোয়া কামনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মাধ্যমে শাহজাদা হাওলাদারের পক্ষে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের এমপি এসএম শাহজাদা তাঁর লোকজন পাঠিয়ে নওমালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও জানা যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন মৃধা বলেন, সিইসির ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন। আওয়ামী লীগকে ভালোবাসলে এটা তিনি করতে পারেন না। তিনি বলেন, আবু তাহের খাঁন সিইসির ভাই পরিচয় ব্যবহার করে দুঃখজনকভাবে প্রশাসনকেও প্রভাবিত করছেন।
নওমালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, কিছু মানুষ আছেন-নামে আওয়ামী লীগ, কাজে নেই। নির্বাচন এলেই নৌকা মার্কার বিপক্ষে কাজ করেন। সিইসির ভাই সেটাই করছেন। তা ছাড়া সিইসির ভাই হিসেবে প্রত্যক্ষভাবে কারও পক্ষে আবু তাহের খান ভোট চাইতে পারেন না। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সিইসির পরিবারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিইসির ভাই আবু তাহের খাঁন। জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এটা সত্য কথা যে আমি তাঁর (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করছি। তবে ভাইয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
লোকজন পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের বিষয়ে জানতে সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি জবাব দেননি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তাঁর বড় ভাই আবু তাহের খাঁন পটুয়াখালীর বাউফল উপজেলায় নৌকা প্রতীকের প্রতিপক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগামী ১১ নভেম্বর বাউফলের সূর্যমণি ও নওমালা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওমালা ইউনিয়নে সিইসি কেএম নুরুল হুদার গ্রামের বাড়ি। সেখানে আসন্ন নির্বাচনে মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) শাহজাদা হাওলাদারের (ঘোড়া) মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটারেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তফছিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বড় ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের পক্ষে কাজ করছেন। সম্প্রতি নওমালায় একটি অনুষ্ঠানে তাহের খান স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারকে উপস্থিত জনসাধারণের মাঝে পরিচয় করিয়ে দিয়ে দোয়া কামনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মাধ্যমে শাহজাদা হাওলাদারের পক্ষে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের এমপি এসএম শাহজাদা তাঁর লোকজন পাঠিয়ে নওমালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও জানা যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন মৃধা বলেন, সিইসির ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন। আওয়ামী লীগকে ভালোবাসলে এটা তিনি করতে পারেন না। তিনি বলেন, আবু তাহের খাঁন সিইসির ভাই পরিচয় ব্যবহার করে দুঃখজনকভাবে প্রশাসনকেও প্রভাবিত করছেন।
নওমালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, কিছু মানুষ আছেন-নামে আওয়ামী লীগ, কাজে নেই। নির্বাচন এলেই নৌকা মার্কার বিপক্ষে কাজ করেন। সিইসির ভাই সেটাই করছেন। তা ছাড়া সিইসির ভাই হিসেবে প্রত্যক্ষভাবে কারও পক্ষে আবু তাহের খান ভোট চাইতে পারেন না। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সিইসির পরিবারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিইসির ভাই আবু তাহের খাঁন। জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এটা সত্য কথা যে আমি তাঁর (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করছি। তবে ভাইয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
লোকজন পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের বিষয়ে জানতে সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি জবাব দেননি।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে