মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়টি ইউনিয়নের পাঁচটি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৪ জন ও সাধারণ সদস্য পদে ১৯৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ নভেম্বর মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. মিজানুর রহমান লাভলু। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মালেক আকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মিজান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী নিজাম উদ্দীন ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মো. শহিদুল ইসলাম।
এ দিকে মির্জাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল হক লিটন সিকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার নাসির। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন, মো. ইলিয়াস সিকদার ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে হারুন অর রশিদ।
আমড়াগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন মো. সুলতান আহমেদ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল মল্লিক, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মো. মিজানুর রহমান।
দেউলী সুবিদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন খান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. আজিজ হাওলাদার। এ ছাড়া ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ থেকে আ. সত্তার মৃধা।
কাকড়াবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুব আলম (স্বপন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম। এ দিকে ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. মোজাম্মেল হক, মাজহারুল ইসলাম রাজা ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মো. শফিকুল ইসলাম শানু।
মজিদবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম সরোয়ার কিসলু ও স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল্লাহ সানু মোল্লা, মো. উজ্জল ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে আ. লতিফ হাওলাদার।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়টি ইউনিয়নের পাঁচটি ইউনিয়নেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৪ জন ও সাধারণ সদস্য পদে ১৯৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৮ নভেম্বর মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. মিজানুর রহমান লাভলু। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মালেক আকন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মিজান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজী নিজাম উদ্দীন ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মো. শহিদুল ইসলাম।
এ দিকে মির্জাগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল হক লিটন সিকদার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার নাসির। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন, মো. ইলিয়াস সিকদার ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে হারুন অর রশিদ।
আমড়াগাছিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন মো. সুলতান আহমেদ। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল মল্লিক, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মো. মিজানুর রহমান।
দেউলী সুবিদখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন খান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. আজিজ হাওলাদার। এ ছাড়া ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ থেকে আ. সত্তার মৃধা।
কাকড়াবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুব আলম (স্বপন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম। এ দিকে ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. মোজাম্মেল হক, মাজহারুল ইসলাম রাজা ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে মো. শফিকুল ইসলাম শানু।
মজিদবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম সরোয়ার কিসলু ও স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল্লাহ সানু মোল্লা, মো. উজ্জল ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ থেকে আ. লতিফ হাওলাদার।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে প্রচারণা চালাতে দেশব্যাপী ঘুরছে ভোটের গাড়ি। এই কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতেও ঘুরে গেছে ভোটের গাড়ি। তবে উপজেলা শহর ও গ্রামাঞ্চলের লোকজন বলছে, ভোটের গাড়ি কী, কবে ও কখন এসেছে; তা জানে না তারা।
১৪ মিনিট আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী।
২ ঘণ্টা আগে
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হিমালয় থেকে নেমে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে তীব্র শীত জেঁকে বসেছে। শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে