কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির পৃথক দুটি অনুষ্ঠানে আজ শনিবার অসহায়দের মাঝে এই অনুদান তুলে দেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১৮ জনের হাতে পাঁচ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া মনিরুজ্জামান মনিরের ব্যক্তিগত তহবিল থেকে রাজাপুর ও কাঠালিয়ার দেড় হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী।
দুই উপজেলাতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে রাজাপুর উপজেলায় উপহার সামগ্রী এবং অনুদানের চেক হস্তান্তর করা হয়। অন্যদিকে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবীবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে উপহার ও অনুদানের চেক তুলে দেওয়া হয় দুস্থ এবং অসহায়দের মাঝে।
উভয় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
মনির বলেন, ‘আগামী জুন মাসের শেষদিকে পদ্মাসেতু খুলে দেওয়ার কথা রয়েছে। পদ্মাসেতু চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা রাতারাতি বদলে যাবে। তখন রাজধানীর মতোই আরও উন্নত ও সমৃদ্ধ হবে দক্ষিণের জেলাগুলো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন মাসুদ সিকদার, রিয়াজ উদ্দিন মাতুব্বর, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা জাকির সুলতান, যুবলীগ নেতা অ্যাডভোকেট রেজা এবং ছাত্রলীগ নেতা জিসানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনির পৃথক দুটি অনুষ্ঠানে আজ শনিবার অসহায়দের মাঝে এই অনুদান তুলে দেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১৮ জনের হাতে পাঁচ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া মনিরুজ্জামান মনিরের ব্যক্তিগত তহবিল থেকে রাজাপুর ও কাঠালিয়ার দেড় হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী।
দুই উপজেলাতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে রাজাপুর উপজেলায় উপহার সামগ্রী এবং অনুদানের চেক হস্তান্তর করা হয়। অন্যদিকে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবীবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে উপহার ও অনুদানের চেক তুলে দেওয়া হয় দুস্থ এবং অসহায়দের মাঝে।
উভয় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
মনির বলেন, ‘আগামী জুন মাসের শেষদিকে পদ্মাসেতু খুলে দেওয়ার কথা রয়েছে। পদ্মাসেতু চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা রাতারাতি বদলে যাবে। তখন রাজধানীর মতোই আরও উন্নত ও সমৃদ্ধ হবে দক্ষিণের জেলাগুলো।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন মাসুদ সিকদার, রিয়াজ উদ্দিন মাতুব্বর, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নেতা জাকির সুলতান, যুবলীগ নেতা অ্যাডভোকেট রেজা এবং ছাত্রলীগ নেতা জিসানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১৮ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৪২ মিনিট আগে